কর্মী ছাঁটাই করছে শাওমি!

শাওমি

টেকভিশন২৪ ডেস্কঃ কর্মী ছাঁটাই করা প্রতিষ্ঠানের তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে চীনের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। স্মার্টফোন এবং ইন্টারনেট সেবা ব্যবসা বিভাগ থেকে কর্মীদের চাকরিচ্যুত করবে প্রতিষ্ঠানটি।

করোনার কারণে চীনে লকডাউনে কোম্পানিটি অর্থনৈতিক মন্দার দিকে ঝুঁকেছে। সেই কারণে ব্যবসার গতি ঠিক রাখতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে শাওমি।
কোম্পানিটি ১০ শতাংশ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শাওমি তার একাধিক বিভাগে কর্মী সংখ্যা কমিয়ে দিতে চলেছে। তবে এটিকে চাকরিচ্যুতি না বলে ‘বিজনেস অপটিমাইজেশন’ নাম দিয়েছে শাওমি। কোম্পানির এক মুখপাত্র বলেন, স্থানীয় আইন মেনে কর্মীদের ক্ষতিপূরণের মাধ্যমে এই ছাঁটাই করা হবে।

বর্তমানে শাওমি বিশ্বজুড়ে ৩৫ হাজারের অধিক কর্মী রয়েছে, যার মধ্যে শুধু চীনে আছে ৩২ হাজারের মতো কর্মী।
উল্লেখ্য, গত কয়েকমাস ধরে দেখা গেছে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো থেকে কর্মী ছাঁটাইয়ের মতো ঘটনা ঘটছে। বাদ যায়নি ফেসবুক, টু্ইটার এবং অ্যামাজন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন