টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি’র কর্পোরেট সল্যুশন গ্রহণ করল রূপালী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষ্যে সম্প্রতি কোম্পানি দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
চুক্তির আওতায় রূপালী ব্যাংকের কর্মীরা দেশজুড়ে বিস্তৃত রবি’র ৪.৫জি নেটওয়ার্কে কর্পোরেট সল্যুশনস’র আওতায় বিশেষ কল রেট, বিশেষ ডাটা বান্ডেল প্যাক এবং বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করতে পারবেন।
রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল এবং রূপালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রহমত উল্লাহ সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন। এ সময় রূপালী ব্যাংক’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস’র জেনারেল ম্যানেজার মোস্তাফা কামাল ইউসুফ, কি অ্যাকাউন্ট ম্যানেজার মো. মোজাহিদুল ইসলাম ও সালওয়া ইসলাম এবং রূপালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।