বাংলাদেশ কমপিউটার সমিতি’র (বিসিএস) ২০২৪-২০২৬ মেয়াদকালের সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, মহাসচিব মো. কামরুজ্জামান ভূইয়া, সহসভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া, যুগ্ম মহাসচিব এস এম ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ আনিসুর রহমান এবং পরিচালকদ্বয় মো. মনজুরুল হাসান ও এইচ এম শাহ নেওয়াজ পদত্যাগ করেছেন।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ কমপিউটার সমিতি ( বিসিএস) সচিবালয় আয়োজিত অনলাইন সভায় পুরো বর্তমান কার্যনির্বাহী পরিষদ (ইসি) পদত্যাগ করেছেন বলে জানা যায়।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল বিসিএস’র ২০২৪-২০২৬ মেয়াদকালের দ্বিবার্ষিক সাত সদস্যের ইসি নির্বাচন অনুষ্ঠিত হয়।