ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারে নতুন নিয়ম জারি

টিভি২৪ আইডেস্ক: চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক মন্ত্রণালয় জানিয়েছে, চীনে যেকোনো ফেসলক বা ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থাপনার তদারকি করার জন্য খসড়া নিয়ম জারি করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে বলেছে, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের জন্য ব্যক্তির সম্মতিরও প্রয়োজন হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি শুধুমাত্র তখনই মুখের তথ্য প্রক্রিয়া করার জন্য ব্যবহার করা যেতে পারে যখন একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং যথেষ্ট প্রয়োজনীয়তা থাকবে। যদি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির পরিবর্তে অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে একই উদ্দেশ্য অর্জন করা যায় তাহলে সেই প্রযুক্তি গুলোকে অগ্রাধিকার দেয়া হবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন