নকিয়ার নতুন মোবাইল ফোন

টেকভিশন২৪ ডেস্ক:  নতুন মোবাইল ফোন আনল নকিয়া। মডেল নকিয়া সি১২। এটি একটি সাশ্রয়ী দামের ফোন। এতে শক্তিশালী ব্যাটারি রয়েছে। ফোনটি চলবে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে।

ফোনটিতে রয়েছে ৬.৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লেতে ৭২০ বাই ১৬০০ পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে।

ফোনটি পরিচালনার জন্য রয়েছে- অক্টোকোর ইউনিসক এসসি৯৮৬৩এ১ প্রসেসর। অতিরিক্ত স্টোরেজের জন্য ২ জিবি ভার্চুয়াল র‌্যামও ভরা যাবে ফোনে।

ইন্টারনাল স্টোরেজ রয়েছে ৬৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে যা বাড়িয়ে নিতে পারবেন। ফোনে অপারেটিং সিস্টেম পাওয়া যাবে অ্যানড্রয়েড ১২ গো এডিশন। এই সফটওয়্যারের উপর ২ বছর সিকিউরিটি আপডেট দেওয়ার ঘোষণা করেছে নকিয়া।
 
অন্যান্য স্পেসিফিকেশনের মতো খুব গুরুত্বপূর্ণ ফোনের ব্যাটারি। একবার চার্জ দিয়ে যাতে টানা দিনভর স্মার্টফোন ব্যবহার করা যায় তার জন্য এতে ৪০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি থাকছে। সঙ্গে চার্জিংয়ের জন্য মিলবে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট।
 
নকিয়া সি১২ প্রো স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা থাকছে ৮ মেগাপিক্সেল সেন্সর সঙ্গে এলইডি ফ্ল্যাশ সাপোর্ট। সেলফির জন্য ফ্রন্টে উপস্থিত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ধুলা-বালি থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখার জন্য আইপি৫২ রেটিং পাওয়া যাবে হ্যান্ডসেটে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন