কিশোর-কিশোরীদের জন্য নতুন নিরাপত্তা সুবিধা আনলো ইউটিউব

ইউটিউব
ইউটিউব

এবার কিশোর-কিশোরীদের জন্য নিজেদের রিকমেন্ড পদ্ধতিতে নতুন নিরাপত্তা সুবিধা চালু করেছে ইউটিউব। কিশোর-কিশোরীদের অনেকেই বিভিন্ন ভিডিও দেখে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে। এতে ধীরে ধীরে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা। তাই সম্প্রতি বিভিন্ন মনোবিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে আলোচনা করে নতুন এ নিরাপত্তা সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সুবিধা চালুর ফলে কিশোর-কিশোরীদের জন্য ইউটিউবের রিকমেন্ড অ্যালগরিদমে পরিবর্তন আনা হয়েছে। ফলে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো ভিডিও দেখার সুপারিশ করবে না ইউটিউব।

নতুন এ সুবিধার পাশাপাশি দীর্ঘ সময় একটানা ইউটিউবে ভিডিও দেখলেই কিশোর-কিশোরীদের সতর্কবার্তা পাঠাবে ইউটিউব। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে চালু করা হলেও পর্যায়ক্রমে সব দেশের কিশোর-কিশোরীদের জন্য এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন