টেকভিশন২৪ ডেস্ক: ভ্লগার ও কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন ক্যামেরা আনার ঘোষণা দিয়েছে ক্যানন। বিশ্ববাজারে পাওয়ারশট ভি১০ নামে এটি পাওয়া যাবে। ভারতের বাজারেও এরই মধ্যে ক্যামেরাটি চলে এসেছে। যেসব জায়গায় স্মার্টফোন ব্যবহার করা যায় না বা ডিজিটাল ক্যামেরা বহন করা কষ্টকর সেখানে এটি ভালো সহায়তা করবে। ক্যানন পাওয়ারশট ভি১০ ক্যামেরা ওজনে খুবই হালকা। এতে একটি অপসারণযোগ্য স্ট্যান্ড আছে।
ডিভাইসে ২ ইঞ্চির একটি ডিসপ্লেও আছে। প্রয়োজন অনুযায়ী তা বিভিন্ন দিকে ঘুরিয়ে নেয়া যাবে।
ক্যামেরাটিতে ১ ইঞ্চির ২০ দশমিক ৯ মেগাপিক্সেলের সিএমওএস বা সিমস সেন্সর রয়েছে। যেটি ভিডিওর জন্য ১৩ ও ছবির জন্য ১৫ দশমিক ২ মেগাপিক্সেল ব্যবহার করে থাকে।
এছাড়া ভিডিও ধারণের জন্য ১৯ মিলিমিটারের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ক্যামেরাটিতে ক্যাননের ডিজিক এক্স ইমেজ প্রসেসর ও ইওএস ইমেজিং প্রযুক্তি রয়েছে।
এতে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে। সফটওয়্যারভিত্তিক স্কিন স্মুদিং, ডেনসিটি ফিল্টার ও ফেস ডিটেকশন অটোফোকাস ফিচারও রয়েছে। তবে ক্যামেরাটিতে আই ডিটেকশন, লগ রেকর্ডিং ও র ফরম্যাট নেই। ভারতের বাজারে ৩৯ হাজার ৯৯৫ রুপিতে ক্যানন পাওয়ারশট ভি১০ ক্যামেরাটি কেনা যাবে।