টাচস্ক্রিন ডিসপ্লের ম্যাক আনতে যাচ্ছে অ্যাপল

অ্যাপল
অ্যাপল

টেকভিশন২৪ ডেস্কঃ টাচস্ক্রিন ডিসপ্লের ম্যাকবুক আনতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। দ্য ভার্জের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। এতে বলা হয়, প্রথমবারের মতো টাচস্ক্রিন ডিসপ্লে সংবলিত ল্যাপটপ বাজারে ছাড়বে অ্যাপল। এর ডিসপ্লে হবে ওএলইডি প্রযুক্তির।

২০২৫ সালের শুরুর দিকেই বাজারে এমন ল্যাপটপ নিয়ে আসতে পারে প্রতিষ্ঠানটি। কর্মরত প্রকৌশলীরা টাচস্ক্রিন ল্যাপটপের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শুধু ল্যাপটপ নয়, ডেস্কটপ সিরিজেও মোবাইল ডিভাইসের মতো টাচস্ক্রিনের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। ম্যাক কম্পিউটারে টাচস্ক্রিন সুবিধা দেওয়ার দাবি বহুদিন ধরেই জানিয়ে আসছেন ব্যবহারকারীরা। এতদিন সেই পথে না হাঁটলেও, এবার ব্যবহারকারীদের দাবি মেনে নিয়েছে কোম্পানিটি।

প্রকাশিত রিপোর্ট বলা হয়, আগামী দিনে যে টাচস্ক্রিন ম্যাক আসতে চলেছে তার ডিজাইন এখনকার ম্যাকবুক প্রো মডেলের মতোই হবে। তবে বড় টাচস্ক্রিন থাকার কারণে উপরের দিকটা পুরোই স্ক্রিনে ঢাকা থাকবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন