টেকভিশন২৪ ডেস্ক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এয়ার রোভার স্কাউট গ্রুপের সপ্তাহব্যাপী (৯-১৬ জুলাই ২০২৪) ১৭তম দীক্ষা ক্যাম্প এবং ১০ম ও ১১তম কোর্স ফর রোভার মেট সম্প্রতি আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র পুলের হাট যশোরে অনুষ্ঠিত হয়েছে।
রোভারদের জ্ঞানকে সমৃদ্ধ করতে এবং রোভার স্কাউটরদের বিভিন্ন তাত্তি¡ক ও ব্যবহারিক বিষয়ে দক্ষতার সাথে নেতৃত্বের গুণাবলী বৃদ্ধির জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে তারা স্কাউটিং বিষয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি বিমান বাহিনীর সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেছে। এই দীক্ষা ক্যাম্পে নতুন ৫০জন রোভার স্কাউট দীক্ষার মাধ্যেমে স্কাউট আন্দোলনে যোগদান করেন।
সপ্তাহব্যাপী ক্যাম্পের অনুষ্ঠানমালার মধ্যে ছিল আত্মশুদ্ধি, দীক্ষা অনুষ্ঠান, ক্রু-মিটিং, হাইকিং, প্রকৃতি পর্যবেক্ষণ, স্কাউট ওন, তাঁবুজলসা ও সমাপনী অনুষ্ঠান।
বিভিন্ন সেশনের মাধ্যেমে এয়ার রোভার স্কাউটদের জন্য নির্বাচিত বিষয়গুলো অ্যারো পাইওনিয়ার, বিমান শিক্ষাণবীশ, বৈমানিক বিষয়ক সেশনগুলো বাংলাদেশ বিমান বাহিনের দক্ষ টিম পরিচালনা করেন। একই সাথে রোভার স্কাউট প্রোগ্রামের বিশেষ জ্ঞানের নতুন সংযোজন সহ স্কাউট আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য ও সাংগঠনিক কাঠামো, পারদর্শিতা ব্যাজ, সাংবাদিকতা, সেক্রেটারিয়েল সায়েন্স, আলোকচিত্র শিল্পী, ক্যারিয়ার প্ল্যানিং এবং ম্যানার্স এন্ড এটিকেট বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। ক্যাম্পে ক্রু-মিটিং এর মাধ্যেমে রোভার স্কাউটদের প্রাথমিক প্রতিবিধান, অনুমান ও দড়ির কাজের অনুশীলন করানো হয়।
স্কাউট আন্দোলনের শুরু থেকেই প্রকৃতি এবং মুক্তাঙ্গণের জীবন স্কাউট কার্যাবলীর জন্য একটি আদর্শ উপাদান হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাই ক্যাম্পের অংশ হিসেবে রোভার স্কাউটরা প্রকৃতি পর্যবেক্ষণ জন্য পতেঙ্গা সমুদ্র সৈকত এবং ফয়েজ লেক পরির্দশন করে। এই প্রকৃতি পর্যবেক্ষণের দ্বারা রোভার স্কাউটদের আধ্যাত্মিক উন্নতি এবং কৌতুহলীর ফলে সৃজনশীলতা বৃদ্ধি এবং একই সাথে ভৌগলিক জ্ঞান বৃদ্ধির ফলে তাদের ধৈর্যশীলতা ও উদারতা বৃদ্ধি পায়। ক্যাম্পের অংশ হিসাবে টেকসই এবং পরিবেশ-বান্ধব জীবনধারার জন্য রোভার স্কাউটরা পতেঙ্গা সমুদ সৈকত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
মহা-তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন আবুল কাসেম মোহাম্মদ ফয়সাল, কমিশনার, বাংলাদেশ স্কাউটস, যশোর জেলা এয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কোয়াড্রন লিডার গাজী মোহাম্মদ সালাউদ্দিন, সম্পাদক, যশোর জেলা এয়ার। আরোও উপস্থিত ছিলেন লিডার ট্রেনার আ ফ ম আশাফুদ্দৌলা, সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল, ক্যাম্পের প্রশিক্ষকসহ বিভিন্ন ইউনিটের আমন্ত্রিত রোভার স্কাউট ও ড্যাফোডিল এয়ার রোভার স্কাউট গ্রæপ্রের সাবেক ও বর্তমান রোভারগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফারহানা রহমান, আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চল। ধন্যবাদ জ্ঞাপন করেন লিডার ট্রেনার আবুল খায়ের, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজমুল হাসান (পিআরএস, উডব্যাজার) রোভার স্কাউট লিডার, ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপ।
প্রধান অতিথি তার বক্তবে বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক। স্মার্ট নাগরিক তৈরি হবে আমাদের এই স্কাউটরা, তাদের নেতৃত্বে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। এইসাথে সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সহযোদ্ধা হিসেবে আমাদের এই রোভার স্কাউটরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশাকরি। তার স্কাউট কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে সুখি-সমৃদ্ধ ও উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার অভিলক্ষ্য বাস্তবায়িত হবে, একই সাথে বাংলাদেশে তৈরি হবে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। তিনি আরো বলেন, দীক্ষা প্রদান অনুষ্ঠান রোভার স্কাউটদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আত্মশুদ্ধির মাধ্য̈মে রোভারা পরিশীলিত হয়ে মনে প্রাণে স্কাউট আন্দোলনে উজ্জীবিত হতে সহায়তা করবে।
বক্তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিন গুলোতে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।
ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) মোঃ সফিকুল ইসলাম। ক্যাম্প চীফ হিসেবে দায়িত্ব পালন করেন ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার এবং বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) ফারহানা
রহমান।