‘৬জি প্রযুক্তি খাতে গবেষণা অব্যাহত রাখবে চীন’

‘৬জি প্রযুক্তি খাতে গবেষণা অব্যাহত রাখবে চীন’

টেকভিশন২৪ ডেস্ক: চীন পরবর্তী প্রজন্মের ইন্টারনেটসহ, ৬জি প্রযুক্তি খাতে গবেষণামূলক কাজ ও উন্নয়ন-কার্যক্রম অব্যাহত রাখবে। গতকাল (রোববার) চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী চিন চুয়াংলোং ৩১তম ‘পিটি এক্সপো চায়না’য় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি শিল্প জাতীয় অর্থনীতির কৌশলগত, অবকাঠামোগত ও নেতৃস্থানীয় শিল্প। এটি অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ সহায়ক-ভুমিকা পালন করে।

তিনি আরও বলেন, চীনে বিশ্বের বৃহত্তম নেতৃস্থানীয় প্রযুক্তির নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এই নেটওয়ার্ক ভবিষ্যতে আরও বাড়ানো হবে। 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন