তুলবে সেলফি, যত্ন নেবে শিশু-বয়স্কদের!

সেলফি

টেকভিশন২৪ ডেস্কঃ বর্তমান বিশ্বে রোবোটিক্স টেকনোলজি যে স্থানে পৌঁছেছে তাতে বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শিগগিরই বহু মানুষের পেশা বিলুপ্ত হতে যাচ্ছে। মানুষের অনেক কাজই করে দেবে রোবট। এর জন্যই প্রতিনিয়ত উন্নত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি।

আমেরিকাতে চলমান ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেকট্রনিক্স শো’তে (সিইএস) এমনই এক আশ্চর্য রোবট সামনে এনেছে আওলাস রোবোটিক্স নামের জাপানি কোম্পানি।

এই রোবট ছবি তোলা ছাড়াও আরও অনেক জরুরি কাজ করতে পারে। ডেলিভারির কাজ থেকে শুরু করে আলট্রাভায়োলেট রশ্মি দিয়ে যেকোনো জায়গা জীবাণমুক্ত করতে পারে। এমনকি বয়স্কদের দেখাশোনার মতো কঠিন কাজও দক্ষতার সঙ্গে সামলাতে পারে রোবটটি।

কোম্পানি জানিয়েছে, এই রোবটের মাধ্যমে দরজা-জানালা খোলা, জিনিসপত্র বহন করা কিংবা লিফটের সুইচ দেওয়ার মতো বহু কাজ সারা যাবে। বয়স্করা হঠাৎ পড়ে গেলে বা অসুস্থ হয়ে পড়লে কাছাকাছি হাসপাতালে খবর দেওয়ার কাজটাও করবে এই রোবট। এতে থাকা ৩৬০ ডিগ্রি নাইট ভিশন ক্যামেরা বয়স্কদের পাশাপাশি শিশুদের খেয়াল করবে।

আগামী দিনে এই রোবট নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মতামত বিশেষজ্ঞদের।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন