আর্থিক মন্দা, কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

মাইক্রোসফট
মাইক্রোসফট

টেকভিশন২৪ ডেস্ক: উইন্ডোজের লাইসেন্স বিক্রি কমে যাওয়া এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার শঙ্কায় এক হাজারের মতো কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, এখন থেকে তিন মাস আগেই কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। কোম্পানির প্রায় এক শতাংশ কর্মীর ওপর এর প্রভাব পড়বে।

এক বিবৃতিতে মাইক্রোসফটের তরফ থেকে জানানো হয়, অন্যান্য সংস্থার মতো আমরাও আমাদের ব্যবসার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ করে থাকি এবং সে অনুযায়ী ব্যবস্থাপনা ও কাঠামো সমন্বয় করি। ব্যবসায় আমাদের বিনিয়োগ থাকবে, যে যে বিভাগে তা প্রয়োজন; সেই বিভাগগুলোতে অবশ্যই কর্মীদের নিয়োগ দেওয়া হবে।

আর্থিক মন্দার বাজারে বিশ্বের শীর্ষ টেক জায়ান্টগুলো কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। ইতোমধ্যেই বিভিন্ন বিভাগ থেকে চুপিসারে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিজ্ঞাপন থেকে আয় কমার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে কর্মী ছাঁটাইয়ের পথে না হাঁটলেও, কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে রেখেছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন