ফেসবুকে এক আইডি দিয়েই তৈরি করা যাবে ৫টি প্রোফাইল!

ফেসবুক

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: দেড় দশকেরও বেশি সময় ধরে পুরো বিশ্বে রাজত্ব করে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সময়ের সাথে বহু প্রযুক্তি প্রতিষ্ঠান জনপ্রিয়তা হারালেও, ফেসবুকের জয়প্রিয়তায় তেমন একটা ভাটা পড়েনি। ব্যবহারকারীদের আকৃষ্ট করতে প্রতিনিয়তই এতে যুক্ত হচ্ছে নতুন ফিচার। এরই ধারাবহিকতায় নতুন আরও একটি ফিচার আনার কথা জানিয়েছে ফেসবুকের মূল কোস্পানি মেটা।

মেটা জানায়, নতুন এই ফিচারে ফেসবুকের ব্যবহারকারীরা তাদের আগ্রহ ও সম্পর্কের উপর ভিত্তি করে আলাদা আলাদা প্রোফাইল তৈরি করতে পারবেন। এক্ষেত্রে প্রত্যেকটি প্রোফাইল আসল অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকবে।

টেক ক্রাঞ্চের রিপোর্ট অনুসারে, কোনো ব্যবহারকারী যদি বন্ধু, সহকর্মী কিংবা পরিবারের জন্য আলাদা আলাদা প্রোফাইল তৈরি করতে চান, তাহলে তা এখন থেকে করা যাবে। বিভিন্ন প্রোফাইলে ভিন্ন ভিন্ন পোস্টও করা যাবে। উক্ত প্রোফাইলগুলোতে আসল নাম ব্যবহার না করার সুযোগ থাকবে। তবে মূল অ্যাকাউন্টে আসল নাম থাকতেই হবে।

একটি মূল অ্যাকাউন্টের অধীনে ৫টি প্রোফাইল তৈরি করা যাবে। মূল অ্যাকাউন্টসহ প্রত্যেকটি প্রোফাইলের ক্ষেত্রে ফেসবুকের সমস্ত নিয়ম ও শর্তাবলী মেনে চলতে হবে। কোনো নিয়ম লঙ্ঘন করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করার অধকার রাখে ফেসবুক।

মেটা মনে করছে, একাধিক প্রোফাইলের সুবিধার ফলে ফেসবুক আরও সংগঠিত হয়ে উঠবে। পাশাপাশি টিকটকের সাথে প্রতিযোগিতা করতেও সহজ হবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন