জার্মানিতে ফোন বিক্রি বন্ধ করেছে ভিভো

জার্মানিতে ফোন বিক্রি বন্ধ করেছে ভিভো
জার্মানিতে ফোন বিক্রি বন্ধ করেছে ভিভো

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ানপ্লাস ও অপোর পর এবার জার্মানির বাজার ছেড়েছে ভিভো। স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের জার্মানভিত্তিক ওয়েবসাইট থেকে সাম্প্রতিক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস স্টান্ডার্ড।
ভিভোর জার্মানির ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত আমাদের পণ্যগুলো জার্মানিতে আর পাওয়া যাচ্ছে না। সুতরাং আমাদের জার্মান ওয়েবসাইটে আর কোনো পণ্যের তথ্য পাওয়া যাচ্ছে না। আপনি যদি ভিভো পণ্য ব্যবহার করেন তবে এখন থেকে শুধু আমাদের গ্রাহক পরিষেবার ওপর নির্ভর করতে পারেন।’
কোম্পানিটি আরো জানিয়েছে, জার্মানিতে ভিভোর পণ্য ব্যবহারকারীরা ভবিষ্যতে অব্যাহতভাবে সফটওয়্যার আপডেট পাবেন। জার্মানির বাজারে কার্যক্রম গোটানো অপো, ওয়ানপ্লাস ও ভিভো—এ তিনটি ব্র্যান্ড চীনের বিবিকে ইলেকট্রনিকসের মালিকানাধীন। উইনফিউচারের তথ্যানুসারে, ফিনল্যান্ডের টেলিকম জায়ান্ট নকিয়ার সঙ্গে পেটেন্ট বিরোধের কারণে জার্মান বাজার ছেড়ে দিয়েছে ভিভো।
গত বছরের আগস্টে এ তিনটি ব্র্যান্ডের বিরুদ্ধে একটি পেটেন্ট মামলা করেছিল নকিয়া। ওই মামলায় হেরে অপো, ওয়ানপ্লাস ও ভিভো জার্মানিতে স্মার্টফোন ও স্মার্টওয়াচ বিক্রি বন্ধ করে দেয়। অভিযোগ ছিল, লাইসেন্সের জন্য অর্থ প্রদান না করেই ফোরজি ও ফাইভজি সংকেত প্রক্রিয়াকরণে নকিয়ার পেটেন্টযুক্ত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এসব ব্র্যান্ডের ডিভাইসে।
এর আগে ইউরোপের একাধিক দেশে নকিয়ার সঙ্গে পেটেন্টসংক্রান্ত বিবাদে জড়িয়েছে এসব বিবিকে ইলেকট্রনিকস। এ কারণে সম্প্রতি পোল্যান্ডের বাজার থেকেও সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
ওই প্রতিবেদনে ভিভো জানিয়েছে, কৌশলগত কারণে কোম্পানির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর পোল্যান্ডের বাজার পরিত্যাগ করছে কিন্তু দেশটিতেও সক্রিয় ভিভো গ্রাহকের কাস্টমার সাপোর্ট চালুর কথা জানিয়েছে ভিভো।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন