ঢাকায় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) হ্যাকাথনের রেজিস্ট্রেশন চলছে

এনএলপি

টেকভিশন২৪ ডেস্কঃ আধুনিক যুগে প্রযুক্তি ছাড়া উন্নয়ন আর জীবনযাপন প্রায় অসম্ভব। চতুর্থ শিল্প বিপ্লবের প্রারম্ভে যেসব প্রযুক্তিগত বিষয় দাপিয়ে বেড়াচ্ছে সেগুলোর মধ্যে মেশিন লার্নিং,আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স,ডিপ লার্নিং,ব্লকচেইন অন্যতম।

প্রযুক্তির এই অসাধারণ হাতিয়ার গুলোর অন্তর্ভুক্ত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি অদম্য। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন সুবিধাগুলোর মুলমন্ত্র এই এনএলপি। রোবটকে নির্দেশনা দেওয়া,চ্যাটবটের স্বয়ংক্রিয় উত্তর কিংবা মুঠোফোনের ভার্চুয়াল এসিস্ট্যান্টের মুলমন্ত্র এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP)।

গবেষণা ও উন্নয়নের  মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) যৌথ আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) হ্যাকাথন।। সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি বিভাগ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

NLP হল কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) একটি জনপ্রিয় শাখা যেখানে আমাদের ভাষার লিখিত ও কথ্য রূপগুলিকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয়। বর্তমানে বিশ্ববাজারে এনএলপিতে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। সেই কারণে, আজকাল বিশ্বব্যাপী বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য এনএলপি প্রধান আকর্ষণ। এই আগ্রহের উপর ভিত্তি করেই এই হ্যাকাথনের আয়োজন করতে যাচ্ছে।

হ্যাকাথন হচ্ছে প্রবলেম বেসড কম্পিউটার প্রোগ্রামিং ইভেন্ট অথবা প্রতিযোগিতা। হ্যাকাথন শব্দটি হ্যাক এবং ম্যারাথন এর কম্বাইন্ড । অর্থাৎ হ্যাকাথন এর অর্থ হচ্ছে হ্যাক এবং সহ্যশক্তির পরীক্ষা । হ্যাকিং মানে বোঝানে হয়েছে – কোন সমস্যার গভীরে ঢুকে তার মুল কারণ খুঁজে বের করা এবং সেটার কার্যকর সমাধান তৈরি করা। সাধারণত ৩৬ ঘণ্টা ধরে একটানা চলে হ্যাকাথন।তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের জীবনের বাস্তবিক সমস্যার সমাধানের প্রতিযোগিতা হচ্ছে হ্যাকাথন ।

হ্যাকাথন দুটি ধাপে অনুষ্ঠিত হবে: প্রথমত, একটি অনলাইন রাউন্ড, যেখানে অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণের তাত্ত্বিক জ্ঞানের উপর পরীক্ষা করা হবে। প্রথম পর্বের সেরা দশটি দল দ্বিতীয় পর্বে অংশগ্রহণের জন্য যোগ্যতা লাভ করবে, যেখানে অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে একটি এন্ড-টু-এন্ড প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ পাইপলাইন তৈরি করবে।

চূড়ান্ত পর্বে বিজয়ী দলগুলোকে সর্বমোট এক লক্ষ টাকা মূল্যেমানের প্রাইজমানি দেয়া হবে। এছাড়া সকল অংশ গ্রহণকারীদেরকে সার্টিফিকেট এবং পারফরমেন্সের উপর ভিত্তি করে ফুল টাইম চাকরি ও ইন্টার্নশিপ দেয়ার জন্য সুপারিশ করা হবে। আগামী ১লা জানুয়ারী, ২০২৩ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

রেজিস্ট্রেশন লিঙ্ক : https://forms.gle/FFbnBmttvEssdi7z6

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন