আফ্রিকার সর্বোচ্চ পর্বতে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট

আফ্রিকা

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাচ্ছে আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো। পাঁচ হাজার ৮৯৫ মিটার উচ্চতার পর্বতটির চূড়ায় চলতি বছরের শেষ নাগাদ পর্বতারোহীদের যোগাযোগের সুবিধার্থে ইন্টারনেট পরিষেবা চালু করা হবে। ইতোমধ্যে তিন হাজার ৭২০ মিটার উচ্চতায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে, জানিয়েছে তানজানিয়া সরকার।

গার্ডিয়ান জানিয়েছে, পর্বতারোহীরা যেন পর্বাতারোহনের অভিজ্ঞতা তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন, পাশাপাশি পরিবারের সাথে যোগাযোগ বজায় রাখতে পারেন, সে জন্যই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে তানজানিয়া সরকার।

দেশটির তথ্যমন্ত্রী নাপে নাউইয়ে সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারোতে ইন্টারনেট দেওয়াকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন। তিনি বলেন, বর্তমানে প্রত্যেক পর্বতারোহী তিন হাজার ৭২০ মিটার উচ্চতায় উচ্চগতির ইন্টারনেট পাবেন, বাকি কাজ চলতি বছরের মধ্যেই শেষ করা হবে।

তিনি আরও বলেন, পাঁচ হাজার ৮৯৫ মিটার উচ্চতার পর্বতটির চূড়ায় ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে গেলে পৃথিবীর দুর্গম অঞ্চলে ইন্টারনেট পৌঁছাতে আর কোনো বাধা থাকবে না।

দেশটির সরকার জানিয়েছে, পর্বতারোহনের সময়ে আবহাওয়ার পূর্বাভাস জানা এবং অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে ইন্টারনেট। প্রতি বছর গড়ে প্রায় ৩৫ হাজার পর্বতারোহীরা এ পর্বতের চূড়ায় পৌঁছানোর চেষ্টা করেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন