‘এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় টেলিযোগাযোগ মার্কেটগুলোর একটি বাংলাদেশ’- ইডটকো গ্রুপ সিইও

ইডটকো
ইডটকো গ্রুপ সিইও-মোহামেদ আদলান আহমেদ তাজুদিন

টেকভিশন২৪ ডেস্ক: ইডটকো গ্রুপ এসডিএন. বিএইচডি. (ইডটকো) এর ডিরেক্টর অ্যান্ড গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার (জিসিইও) মোহামেদ আদলান আহমেদ তাজুদিন চলতি সপ্তাহের শুরুতে তার প্রথম বাংলাদেশ সফরে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় এসেছেন। 

আদলান তাজুদিন এর এই সফরের মূল এজেন্ডা ছিল বিশ্বের অন্যতম দ্রুত-বিকাশমান টেলিযোগাযোগ বাজার সম্পর্কে নিজস্ব অভিজ্ঞতা লাভ করা এবং এশিয়ার প্রবৃদ্ধি, অর্থনৈতিক দৃঢ়তা ও গতিশীলতায় বাংলাদেশের অংশীদারিত্ব সম্পর্কে সম্যক ধারণা অর্জন করা। সাম্প্রতিক ঢাকা সফরের অংশ হিসেবে আদলান বিটিআরসি কর্মকর্তা, মোবাইল নেটওয়ার্ক অপারেটরস (এমএনও), ইডটকোর ক্লায়েন্ট ও সাপ্লাইয়ার এবং ইন্ডাস্ট্রির প্রধান প্রধান অংশীদারদের সঙ্গে আলোচনায় অংশ নেন।

টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) এর সদ্যদের সঙ্গে একটি সেশনে আদলান তাজুদিন আলোচনা করেন, কী করে টেলিযোগাযোগ অবকাঠামো দেশের ডিজিটাল অর্থনীতির গতি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোভিড-১৯ মহামারির প্রভাবে সমতাভিত্তিক সংযোগের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আদলান তাজুদিন তার বক্তব্যে আরো উল্লেখ করেন, নেটওয়ার্ক সংযোগের বিচ্ছন্নতা ও অপর্যাপ্ত সংযোগের সমস্যা সমাধান করতে ইডটকো দেশে ১৪,৭০০ এর বেশি সাইট গড়ে তুলেছে। একটি স্বতন্ত্র টাওয়ার কোম্পানি হিসেবে ইডটকো এমএনও-সমূহকে উন্নত শেয়ারযোগ্য অবকাঠামো সেবাপ্রদানে সচেষ্ট রয়েছে, যাতে করে খরচ ও কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনা এবং আরো বিস্তৃত কমিউনিটির মাঝে নেটওয়ার্ক সেবার পরিধি বাড়ানো ও সেবা দ্রততর করা সম্ভব হয়।

ধারাবাহিকভাবে ভূমিকেন্দ্রিক টাওয়ার ব্যবস্থাপনায় উদ্ভাবন ও উন্নতি, টেকসই পরিবেশবান্ধব অবকাঠামো প্রস্তুত এবং ফাইভ-জি সেবার ভবিষ্যৎ প্রস্তুতির মাধ্যমে ইডটকো  কার্বন নিঃসরণ কমিয়ে এনে সবুজ ও টেকসই প্রযুক্তির লক্ষ্য বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে গ্রুপ সিইও আদলান তাজুদিন বলেন, “বাংলাদেশ ইডটকো গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ বাজার। দেশজুড়ে সবার নাগালে ডিজিটাল সংযোগ সেবা পৌঁছে দিতে সরকার এবং এ খাতের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো অংশীদার হিসেবে আমরা নিজেদেরকে বিবেচনা করি- ঠিক যেমনটি বিবেচ্য হয় আমাদের ব্যবসা রয়েছে, এমন অন্যান্য দেশের ক্ষেত্রেও। বাংলাদেশে আমরা আমাদের বিভিন্ন প্রতিভাকে স্বীকৃতি দিচ্ছি এবং এ জন্য এখানে স্থাপন করেছি সেন্টার ফর ডিজাইন এক্সিলেন্স (কোড), যেটি কি না বাংলাদেশ ও অন্যান্য দেশে আমাদের ক্লায়েন্টদের জন্য ইনোভেশন রিসার্চ সেন্টার হিসেবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে ফাইভ-জি নেটওয়ার্কের দ্রুত বিস্তৃতির জন্য আমরা অন্যান্য দেশ থেকে প্রাপ্ত আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে সরকার এবং ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টদের সহযোগিতা করে যাব। শক্তিশালী সংযোগ এবং বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে আমরা স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিকভাবে আরো বিস্তৃত সহযোগিতার পথ তৈরি করতে চাই।”

টেলিযোগাযোগ খাতে ১৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আদলান তাজুদিন ২০২০ সালের নভেম্বরে ইডটকো গ্রুপের জিসিইও হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি পিটি এক্সএল টিবিকে (ইন্দোনেশিয়া) এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) এবং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

টেকসই টেলিযোগাযোগ ইন্ডাস্ট্রি গড়ার লক্ষ্যে যাত্রার শুরু হতে ইডটকো, উদ্ভাবন, টেকসই ডিজাইন পারদর্শিতা এবং অবকাঠামো শেয়ারিং এর মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের নিত্যনতুন উদ্ভাবনে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে আসছে। উপযুক্ত সংযোগ চাহিদা পূরণ করতে বিগত বছর সমূহে  প্রতিষ্ঠানটি বেশ কিছু অভিনব ও পরিবেশবান্ধব ডিজাইন বাজারে এনেছে, এসবের মধ্যে রয়েছে- ব্যাম্বু টাওয়ারস, কার্বন টাওয়ারস, লো-কস্ট স্ট্রাকচার, এসপিসি টাওয়ারস এবং হাইব্রিড সোলার উইন্ড টাওয়ারস। সঠিক শেয়ারযোগ্য অবকাঠামো সরবরাহের মাধ্যমে ইডটকো দেশজুড়ে নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন ও অপর্যাপ্ত সংযোগ সমস্যার ভুক্তভোগী কমিউনিটিতে উপযুক্ত সংযোগ সরবরাহ করছে। বর্তমানে ইডটকো বাংলাদেশ ৪০০ জনকে স্থায়ী চাকরির সুযোগ করে দিয়েছে।          

ইডটকো দেশের ডিজিটাল ভিশনের সঙ্গে একাত্ম হয়ে, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সঙ্গে অংশীদারিত্ব গড়েছে এবং স্থাপন করেছে স্মার্ট স্ট্রিট ফার্নিচার। এসব অবকাঠামো ফাইভ-জি সক্ষমতাযুক্ত ও রয়েছে ফাইভ-জি ইনফ্রা’র নিশ্চয়তা, যেগুলো ঘনবসতিপূর্ণ নগর অঞ্চলে বাধাহীন নেটওয়ার্ক সংযোগ ও প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ডেটা সরবরাহ নিশ্চিত করে। এছাড়া, নির্বিঘ্ন নেটওয়ার্ক সংযোগ নিশ্চিতের লক্ষ্যে দেশজুড়ে সঠিক শেয়ারযোগ্য অবকাঠামো স্থাপন ও টেকসই টেলিকম ইকোসিস্টেম তৈরিতে অংশীদারদের সঙ্গে কাজ করতেও ইডটকো প্রতিশ্রুতিবদ্ধ।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন