শাওমির স্মার্ট চশমায় ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা!

শাওমি

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: চোখের নানা সমস্যা থেকে বাঁচতে আমরা সাধারণত চশমা ব্যবহার করে থাকি। কিন্ত কেউ কখনো ভাবে দেখেছে ডিএসএলআর ক্যামেরার বিকল্প হতে পারে চশমা। আশ্চর্য হলেও সত্য, এমনি এক স্মার্ট চশমা বাজারে এনেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। এই স্মার্ট চশমাকে ডিএসএলআর ক্যামেরার বিকল্প বলার একটাই কারন এতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।

শাওমির পক্ষ থেকে জানানো হয়েছে, স্মার্ট চশমায় থাকছে দুটি ক্যামেরা। প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেলের অন্যটি ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। পাশাপাশি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১৫এক্স ডিজিটাল জুম।

চশমার গ্লাসে রয়েছে, সনির ওএলইডি ডিসপ্লে। এলসিডির তুলনায় এর বিদ্যুৎ খরচ কম এবং দেখা যায় ঝকঝকে। দুর্দান্ত ক্যামেরার পাশাপাশি এতে রয়েছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) সুবিধা। এর ফলে বাস্তব আর ভার্চুয়াল রিয়েলিটির মেলবন্ধন ঘটবে। ক্যামেরা ও অন্যান্য যন্ত্রাংশ ব্যবহারের জন্য এই স্মার্ট চশমার ওজন অন্যান্য চশমা থেকে কিছুটা বেশি, ওজন প্রায় ১০০ গ্রাম।

স্মার্টফোনের মতোই শাওমি এই স্মার্ট চশমায় ব্যবহার করেছে অক্টো-কোর স্ন্যাপড্রাগন চিপসেট। ওয়াই-ফাই সুবিধার পাশাপাশি এতে থাকছে, ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ। দীর্ঘ সময় সচল থাকতে রয়েছে ১০২০ এমএএইচ ব্যাটারি। দ্রুত চার্জ হওয়ার জন্য ১০ ওয়াটের ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

স্মার্ট গ্লাসের দাম ২৪৯৯ ইউয়ান যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ হাজার টাকার মতো। আপাতত চীনেই এই পণ্য বিক্রি হবে। অন্যান্য দেশে কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়ে কিছুই জানায়নি শাওমি।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন