রবি’র সাথে কর্পোরেট চুক্তি সই করল স্যানি হেভি ইন্ডাস্ট্রিজ

রবি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের কর্পোরেট সংযোগ উপভোগ করতে সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি সই করেছে স্যানি হেভি ইন্ডাস্ট্রিজ। চুক্তির আওতায় রবি’র বিভিন্ন আইওটি (ইন্টারনেট অব থিঙ্কস), আইসিটি সল্যুশন, ডিজিটাল সেবা, ভয়েস, ডাটা, বাল্ক এসএমএস এবং ফিল্ড ফোর্স ট্র্যাকিং সেবা গ্রহণ করবে স্যানি। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে প্রতিষ্ঠানটি।

রাজধানীতে অবস্থিত স্যানির কর্পোরেট কার্যালয়ে রবি’র কর্পোরেট বিজনেস’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফাহমিদুল হাসান এবং স্যানি’র মার্কেটিং ডিরেক্টর জন ঝাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্যানি’র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কংক্রিট ইকুইপমেন্ট বিইউ বাংলাদেশের ম্যানেজার মুরাদ হোসেন, এক্সকাভেটর বিইউ ম্যানেজার অমিত রায়, পোর্ট মেশিনারি বিইউের রিজিওনাল সেলস ডিরেক্টর রবিন ওয়াং, ফিন্যান্সের ম্যানেজার সাগর দাস। রবি’র পক্ষ থেকে অপারেটরটির কর্পোরেট মিড-মার্কেটের জেনারেল ম্যানেজার খন্দকার মোসাব্বের হোসেন এবং কি-অ্যাকাউন্ট ম্যানেজার নাজমুশ শাহাদাত মুনিয়াসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন