২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল মটোরোলা

মটোরোলা

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন ফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা তিনটি নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। সম্প্রতি চীনে মেগা ইভেন্টের মাধ্যমে ফোনগুলো বিস্তারিত তুলে ধরে প্রতিষ্ঠানটি। সেখানে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল মটোরোলা এক্স৩০ প্রো ফোনটি, যে ফোনে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ২০০মেগাপিক্সেলের ক্যামেরা।

মটোরোলা এক্স৩০ প্রো ফোনের পিছনের ক্যামেরায় রয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সঙ্গে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো শ্যুটার। পাশাপাশি ফোনের সামনে রয়েছে ৬০মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ফোনটিতে থাকছে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১। রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ।

মটোরোলা এতে ব্যবহার করেছে, ৬.৬৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন ফুলএইচডি প্লাস। এছাড়া, ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট ১৪৪ হার্জ।  পাশাপাশি ইন্টিগ্রেটেড ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনটিতে।

অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাইইউআই ৪.০। ৪৬১০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশপাশি রয়েছে দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য ১২৫ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা। যা দিয়ে ফোনটি ১৯ মিনিটের মধ্যে ফুল চার্জ করা যাবে।

মটোরোলা এক্স৩০ প্রো ফোনটি কিনতে গুণতে হবে ৬৭০ ডলার বাংলাদেশি মুদ্রায় ৬৫ হাজার টাকা।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন