টেকভিশন২৪ ডেস্ক: বাড়ছে শীত। বাড়ছে পেট্রোলিয়াম জেলির প্রয়োজনীয়তা। এমন সময়ে ২০ টাকা দামের পেট্রোলিয়াম জেলি বিকাশ পেমেন্টে কেনা যাচ্ছে মাত্র ১ টাকায়। কেবল পেট্রোলিয়াম জেলিই নয়, ১ টাকায় কেনা যাচ্ছে লাক্স মিনি সাবান অথবা ৫০ গ্রাম তাজা/ইস্পাহানি চা পাতা অথবা ২৫০ এমএল সেভেন আপ অথবা ২৫০ এমএল কোকাকোলা।
সারাদেশে তিন হাজারের বেশি আউটলেট থেকে এই অফার নিতে পারছেন গ্রাহক। নির্দিষ্ট এই পণ্যগুলো থেকে যেকোন একটি পণ্য কিনে ২০ টাকা বিকাশে পেমেন্ট করলেই সাথে সাথেই ১৯ টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন গ্রাহক। ১২ ডিসেম্বর শুরু হওয়া এই অফারটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এই সময়ে একটি বিকাশ অ্যাকাউন্ট থেকে একটি পণ্যেই এই অফার নিতে পারবেন গ্রাহক।
কিউআর কোড স্ক্যান করে বিকাশ অ্যাপ থেকে অথবা *২৪৭# ডায়াল করে এই অফার নিতে পারবেন গ্রাহকরা। অফারের আওতাধীন আউটলেটগুলোতে এ সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।