রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২:১৩ পূর্বাহ্ণ
27 C
Dhaka

বিকাশে সালামি বিনিময়ে বর্ণিল ডিজিটাল ঈদ

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : ‘তুই একটু বড় হয়েছিস, তাই সালামির পরিমাণ একটু বাড়ালাম’-এমন বার্তা লিখে এবারের ঈদে মিজানকে সালামি দিয়েছে তার বড় বোন। সামাজিক যোগযোগ মাধ্যমে মজার এই বার্তাসহ সালামির স্ক্রিনশট শেয়ার করে নিজের আনন্দ অনেকের সাথেই ভাগ করে নিয়েছেন তিনি। মিজানের মত এবার লাখ লাখ মানুষ প্রিয়জনকে ঈদ সালামি পাঠাতে ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা বিকাশ ব্যবহার করেছেন। সাথে বিকাশ অ্যাপে দেয়া বা নিজের পছন্দ মত বার্তা লিখে পাঠানোতে সালামি দেয়ার আনন্দ বেড়েছে বহুগুণ যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান মাধ্যমের আলোচনায় উঠে এসেছে।

বিকাশ অ্যাপের সেন্ড মানি থেকে ডিজিটাল গ্রিটিংস কার্ডের মাধ্যমে সালামি পাঠানোর এই উদ্ভাবনী ও বিশেষ ফিচার শহর গ্রামে সব শ্রেণীর মানুষের মধ্যেই সাড়া জাগিয়েছে।

গ্রিটিংস কার্ডসহ সালামি পাঠাতে বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হয়েছে তা নির্বাচন করার পরপরই নিচের অংশে ‘আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন’ ট্যাবটি দেখতে পেয়েছে গ্রাহক। সেখানে থাকা ‘ঈদ সালামি’ অথবা ‘ঈদ মোবারক’ অপশনগুলো থেকে যেকোনো একটি নির্বাচন করেছেন।

এরপর টাকার অঙ্ক লিখে পরের ধাপে গেলে রেফারেন্স অংশের নিচে ‘কার্ডের মেসেজ আপডেট করুন’ ট্যাব পেয়েছেন। যেখানে বিকাশ অ্যাপে সংযুক্ত ছিল ‘ঈদের আনন্দ ঘরে ঘরে, সালামি দিলাম বিকাশ করে’ অথবা ‘এই ঈদ আপনার জীবনে নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক’ এই বার্তা দুটি।

গ্রাহকদের সুবিধার্থে এই বার্তা দুটির বাইরেও নিজের পছন্দমতো নতুন মেসেজ লিখে দেয়ার সুযোগ ছিলো। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই বার্তা লেখার সুযোগ ছিল। স্বাক্ষরের অংশে নিজের নাম বা সম্পর্কের পরিচয় যেমন মা, চাচা, মামা, ভাই, বোন ইত্যাদি লিখে দিতে পেরেছেন গ্রাহক। সব শেষ ধাপে বিকাশ পিন দিয়ে গ্রিটিংস কার্ডসহ সেন্ড মানি সম্পন্ন হয়েছে। একজনের কাছ থেকে অন্যজনকে টাকা পাঠানোর বিকাশের অন্যতম জনপ্রিয় সেবা সেন্ড মানি নতুন রূপে ব্যবহারে নানান মহলে সমাদৃত হয়েছে।

যে গ্রাহক ঈদ মোবারক বা ঈদ সালামি গ্রিটিংস কার্ডসহ পেয়েছেন, তিনি তার ডিভাইসের নোটিফিকেশনে একটি গিফট বক্স দেখতে পেয়েছেন। বক্সে ক্লিক করে বিকাশ অ্যাপে ঢুকলেই সালামির পরিমাণ এবং মেসেজ দেখতে পেয়েছেন তারা।

বিকাশের হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, বিকাশ পূর্ণাঙ্গ আর্থিক সেবা। গ্রাহককের লেনদেন আরো স্মৃতিময় এবং আনন্দময় করতেই বিকাশের এই উদ্ভাবন, যা গ্রাহকের মাঝে ব্যাপক সাড়া তৈরি করেছে। গত বছরের তুলনায় ঈদ সালামি শুভেচ্ছা কার্ডসহ সালামি পাঠানোর হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে। ঈদের এই এক সপ্তাহে প্রায় আট লাখ গ্রাহক বিকাশের ঈদ সালামী ফিচার ব্যবহার করে প্রিয়জনকে ডিজিটাল অর্থ ও পছন্দমত বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আরো বলেন, বিকাশের জনপ্রিয় সেবা সেন্ড মানি এখন টাকা পাঠানোর সমার্থক শব্দে পরিণত হয়েছে। সেন্ড মানি কর না বলে বলা হয় ‘বিকাশ কর’। ঈদের সালামির ক্ষেত্রে বিকাশে সালামী দেয়া গত কয়েক বছর ধরে ক্রমশ আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে।

উল্লেখ্য, কেবল ঈদ নয় দেশের বড় উৎসবগুলোকে কেন্দ্র করেও শুভেচ্ছা বার্তাসহ টাকা পাঠানোর সেবা চালু থাকে বিকাশে। তাছাড়া সারা বছরই গিফট, জন্মদিন, বিয়ে, অ্যানিভার্সারি, অভিনন্দন, শুভকামনা, ধন্যবাদ এসব শিরোনামে প্রিয়জনকে বিকাশ অ্যাপের সেন্ড মানি থেকেই বার্তাসহ শুভেচ্ছা জানানোর সুযোগ থাকে। ফলে উপহারের পরিবর্তে অনেকেই বিকাশে টাকা ও বার্তা পাঠিয়ে প্রিয়জনের রঙিন সময়কে আরো রঙিন করে তোলে।

প্রতিদিনের দৈনন্দিন নানান লেনদেনকে সহজ, সময় ও খরচ সাশ্রয়ী করে তোলার পাশাপাশি আনন্দময় করে তুলতে ২০২১ সালে বিকাশ অ্যাপে সংযুক্ত হয় বার্তাসহ উপহার পাঠানোর এই অনন্য ফিচারটি।

এই সপ্তাহের জনপ্রিয়

স্টারটেকের নতুন শোরুম এলিফ্যান্ট রোড মিনিতা প্লাজায়

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং...

দেশে অলরাউন্ড পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’ রাজধানী ঢাকায়...

নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান ইউআইএফ’র

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি ইন্ডাস্ট্রির উন্নয়নে নির্বাচিত সরকারের সঙ্গে সবাইকে...

সর্বশেষ

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বাক্কো’র ইফতার আয়োজন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

‘৫ম পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ সাপ্লাই চেইন পার্টনারদের সম্মাননা জানালো বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান...

নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান ইউআইএফ’র

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি ইন্ডাস্ট্রির উন্নয়নে নির্বাচিত সরকারের সঙ্গে সবাইকে...

১৮ মার্চ বাংলাদেশে আসছে অনার এক্স৯সি স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: অবশেষে দেশের বাজারে বৈশ্বিকভাবে সাড়া ফেলে দেয়া...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img