ড্যাফোডিল ইউনিভার্সিটিতে হবে শিক্ষাক্রম সিম্পোজিয়াম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে শিক্ষাক্রম সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগ আয়োজন করছে শিক্ষাক্রম সিম্পোজিয়াম। ৬ জুন মঙ্গলবার আশুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে দিনব্যাপী এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে ।

শিক্ষাক্রম সিম্পোজিয়াম-এ সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন কোর্সের আওতায় নানাবিধ সৃজনশীল কাজ প্রদর্শন করবেন। শিক্ষার্থীদের এই  কাজগুলো বাংলাদেশের জাতীয় অঙ্গনের গুরুত্বপূর্ণ বিষয় যেমন যোগাযোগ, শিক্ষা, অর্থনীতি, তৈরি পোশাক শিল্পসহ বিষয়ভিত্তিক খাতের ওপর হয়ে থাকবে।

এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকবে সৃজনশীল ভিজ্যুয়াল কাজের প্রদর্শনী। শিক্ষার্থীরা পথ নাটকসহ, অডিও-ভিডিও গল্প, ইনফোগ্রাফিক্স, খবর এবং ফিচার উপস্থাপন করবেন।

জাতীয় পর্যায়ের গণমাধ্যমের জৈষ্ঠ্য সাংবাদিক এবং বিশিষ্ট শিক্ষাবিদরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাঁরা শিক্ষার্থীদের সৃজনশীল কাজগুলো পরিদর্শনের পাশাপাশি  একটি আলোচনা অধিবেশনে অংশ নিবেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন