সৌদিতে তথ্য পাচার, সাবেক টুইটার কর্মীর কারাদণ্ড

টুইটার

টেকভিশন২৪ ডেস্কঃ অর্থের বিনিময়ে সৌদি আরবে তথ্য পাচারের অভিযোগে ৪৫ বছর বয়সী মার্কিন নাগরিক সাবেক টুইটার কর্মী আহমদ আবুয়াম্মোকে সাড়ে ৩ বছর কারাদণ্ড দিয়েছে সান ফ্রান্সিসকোর ফেডারেল কোর্ট।

বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন বিচার বিভাগ।
জানা গেছে, প্রায় ৭ বছর আগে টুইটারে থাকাকালীন সৌদি আরবের কাছে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটের ব্যবহারকারীদের গোপন তথ্য বিক্রি করেছিলেন আহমদ আবুয়াম্মো। যা সৌদি সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

টুইটারে কাজের সময় সৌদি যুবরাজের এক ঘনিষ্ঠের কাছ থেকে ১ লাখ মার্কিন ডলারের সঙ্গে ৪০ হাজার মার্কিন ডলারের একটি ঘড়িও উপহার নেন তিনি।

আহমদ আবুয়াম্মোর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, জালিয়াতিসহ বিদেশি সরকারের বেআইনি এজেন্ট হওয়ার অভিযোগও রয়েছে।

আহমদের আইনজীবীর দাবি, সৌদির যুবরাজের ঘনিষ্ঠের কাছ থেকে মূল্যবান উপহার নেওয়া ছাড়া আর কোনো কিছুই নেননি তিনি।

২০১৫ সালে টুইটার ছেড়ে তিনি আমেরিকার অ্যামাজ়নের একটি শাখায় কাজ নেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন