টুইটারে আর অপছন্দের কাউকে ব্লক করা যাবে না

টুইটারে আর অপছন্দের কাউকে ব্লক করা যাবে না
টুইটারে আর অপছন্দের কাউকে ব্লক করা যাবে না

টিভি২৪ আইডেস্ক: ব্লক করার ফিচার বন্ধ করতে যাচ্ছে সামাজিক মাধ্যম এক্স (টুইটারের নতুন নাম)। এই ফিচার কোনো অর্থ প্রকাশ করে না উল্লেখ করে এক্সের প্রধান নির্বাহী ও বর্তমান মালিক ধনকুবের ইলন মাস্ক এ সিদ্ধান্ত জানান। তবে সরাসরি বার্তা পাঠানোর ক্ষেত্রে ব্লক করা যাবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ব্লক ফিচার বন্ধ করার সিদ্ধান্তে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, এ কারণে অযাচিত কারও পোস্ট সামনে চলে আসতে পারে। এমনকি উল্টাপাল্টা টুইটও হতে পারে।

মাস্কের এ সিদ্ধান্তের সঙ্গে একমতই মনে হচ্ছে টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সিকে। তবে এ ব্যাপারে ব্যবহারকারীদের দিকটিও ভাবতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেননা কেবল বার্তা পাঠানো বন্ধ করলেট এ সম্পর্কিত সমস্যার সমাধান আসবে না।

এই ফিচারকে মিউট ফিচারের সঙ্গে তুলনা করছেন অনেকে। তবে একজন ব্যবহারকারী বলছেন, এটি মাস্কের সবচেয়ে ভুল সিদ্ধান্ত। এতে অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগল প্লের নিয়মকানুন মানা হবে না।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন