উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বন্ধ হচ্ছে ৮.১ ভার্সন  

৮.১ ভার্সন  

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: উইন্ডোজ ব্যবহারকারী দের জন্য দুঃসংবাদ। আগামী বছরের শুরু থেকে চলবে না উইন্ডোজ ৮.১ ভার্সন। এমনই ঘোষণা দেওয়া হয়েছে মাইক্রোসফটের তরফ থেকে।

মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ৮.১ ভার্সনে কোনও সাপোর্ট দেওয়া হবে না। ফলে যাদের সিস্টেমে এই ওএস রয়েছে তাদের পিসি আর কাজ করবে না।

বলা হয়েছে, ২০২৩ সালের ১০ জানুয়ারি থেকে উইন্ডোজ ৮.১ কাজ করবে না। এর ফলে যাদের সিস্টেমে ওএস রয়েছে তাদের সিস্টেম সম্পূর্ণ অচল হয়ে পড়বে। এবং এর সঙ্গে পরামর্শ দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব সিস্টেম আপডেট করে ওএস ১১ করতে হবে। অথবা উইন্ডোজ ১১ কাজ করে এমন সিস্টেম ব্যবহার করতে হবে।

মাইক্রোসফট আরো জানিয়েছে, সফটওয়্যার আপডেটের পাশাপাশি টেকনিক্যাল সাপোর্ট এবং সিকিউরিটি আপডেটও দেওয়া হবে না এই ভার্সনে।

এ বিষয়ে একটি এফএকিউ  প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, যদি কোনও সিস্টেমে উইন্ডোজ ৮.১ থাকে তাহলে ম্যালওয়্যার ভাইরাস ডিভাইসে হামলা চালাতে পারে।

তাদের উইন্ডোজ ৮.১ চালিত ডিভাইস রয়েছে তাদের সিস্টেমে উইন্ডোজ ১১ আপডেট করা যাবে না। ফলে সম্পূর্ণ অচল পিসি।

উইন্ডোজ ৮.১ সার্ভিস দেওয়া বন্ধ করার অর্থ, ওই ওএস সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দেবে। এমনকী, ১০ জানুয়ারির পর মাইক্রোফট ৩৬৫ অ্যাপ্লিকেশন কাজ করা বন্ধ হবে। ফলে কারোর যদি উইন্ডোজ ৮.১ এ অফিস ৩৬৫ অ্যাপ্লিকেশন ইনস্টল থাকে তাহলে তিনি আর ব্যবহার করতে পারবেন না।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন