টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেড এর সাথে যুক্ত হলো দেশের অন্যতম জনপ্রিয় হোটেল লেকশোর বনানী। এখন থেকে লেকশোর বনানীর স্ট্যান্ডার্ড এবং লাক্সারিয়াস প্যাকেজগুলো নানারকম ডিসকাউন্টে ইভ্যালি থেকে কিনতে পারবেন গ্রাহকেরা।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত লেকশোর বনানী এর কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম এবং লেকশোর বনানীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী মাহজুজা ম্যাসুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইভ্যালির ক্যাটাগরি হেড অমিতাভ চক্রবর্তী, অ্যাসিস্টেন্ট ম্যানেজার রওশন আরা এবং লেকশোর বনানীর অপারেশন হেড খাইরুল বাশারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।