আসছে মটো জি৯ প্লাস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি স্মার্টফোন প্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে পরবর্তী প্রজন্মের জন্য অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘জি’ সিরিজের স্মার্টফোন ‘মটো জি৯ প্লাস’ বাজারে আনার ঘোষণা দিয়েছে মটোরোলা।

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ফ্ল্যাগশিপ ১২.১২ সেল উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর রাত ১২টার পর থেকে ফোনটি পাওয়া যাবে ২৭ হাজার ৯৯৯ টাকায় নেভি ব্লু  রঙে কেনা যাবে।

পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ও অন্যান্য ফিচারের দিক থেকে এই মডেলের ফোনটি বেশ শক্তিশালী।

সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘দেশের বাজারে মটোরোলার অত্যাধুনিক প্রযুক্তির ও বিশ্ববাজারে সফল পণ্যগুলো আনার পরিকল্পনার অংশ হিসেবে ‘মটো জি৯ প্লাস’ ফোনটি আনা হচ্ছে। আমরা আশা করছি, মটোরোলার এই ফোনটি ব্যবহার করে বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীরা আনন্দিত হবেন।’

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর ও ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ৩০ ওয়াটের টার্বো চার্জিং সুবিধাসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে এবং ৬.৮ ইঞ্চির বিশাল এইচডিআর১০ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

এছাড়া ফোনটিতে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

 

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন