চন্দ্রাভিযান শেষে পৃথিবীর পথে নাসার আর্টেমিস-১

আর্টেমিস-১
আর্টেমিস-১

টেকভিশন২৪ ডেস্কঃ পৃথিবীর বুকে ফিরে আসছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস-১ রকেট। বৃহস্পতিবার পৃথিবীতে ফিরে আসতে চাঁদের কক্ষপথ ছেড়েছে এই মহাকাশযানটি। ১১ ডিসেম্বর ক্যাপসুলটি সমুদ্রে ছিটকে পড়বে বলে মনে করা হচ্ছে।

দুবার ব্যর্থ হওয়ার পর ১৬ নভেম্বর চাঁদের উদ্দেশে সফলভাবে আর্টেমিস–১ নামের রকেট উৎক্ষেপণ করে নাসা।
রকেটটি পাঠানোর উদ্দেশ্য ছিল, চাঁদের মাটিতে নামার সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করা। চাঁদে সর্বশেষ অভিযানের ৫০ বছর পর সেখানে অভিযান চালাল নাসা। বিজ্ঞানীরা বলছেন, এ রকেট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ যাত্রার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

১৯৭২ সালের ডিসেম্বরের পর মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার লক্ষ্যে যেসব জটিল মিশন আলোচনায় ছিল, তার মধ্যে আর্টেমিস-১ অন্যতম। ধাপে ধাপে চাঁদে আবার মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে নাসা। আর্টেমিস মিশনের মাধ্যমে এর প্রথম ধাপ সম্পন্ন হলো।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন