টিভি২৪ আইডেস্ক: আগুনে ১০ মিনিট তাওয়া যেভাবে গরম হয় অনেকটা সেভাবেই গরম হচ্ছে আইফোন সিরিজের নতুন ফোন। ক্রেতাদের অভিযোগ, আইফোন-১৫ প্রো এতটাই গরম হচ্ছে, হাতে ধরে রাখা যাচ্ছে না।
সম্প্রতি বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২২ সেপ্টেম্বর বাজারে আসা আইফোন-১৫ প্রো শুরুতেই অভিযোগের মুখে পড়েছে। ক্রেতারা বলছেন, মোবাইল এতটা গরম হতে পারে যা তাদের ধারণার বাইরে ছিল। তবে এখন পর্যন্ত অ্যাপল এ ব্যাপারে অফিশিয়ালি কিছু জানায়নি।
সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল নিজেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছে, আইফোন-১৫ প্রো চার্জে দিলে এর তাপমাত্রা বেড়ে হয় ১০৬ ডিগ্রি ফারেনহাইট। চার্জে রেখে মোবাইল হাতে কোনো কাজ করলে তাপমাত্রা আরও বেড়ে ১১২ ডিগ্রি ফারেনহাইটে দাঁড়ায়, তখন হাতে মোবাইল ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
সম্প্রতি আইফোন-১৫ প্রো ব্যবহারকারী ভারতের নাগরিক মোহিত ভার্মা মাইক্রোব্লগিং সাইট এক্সে লিখেছেন, ‘আমি জীবনেও এমন মোবাইল চালাইনি যেটি মাত্র ৮-১০ মিনিট রিল দেখলে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়ে যায়।’
আরেকজন অ্যাপলের ওয়েবসাইটে অভিযোগ জানিয়ে লিখেছেন, ১০ মিনিট ভিডিও দেখলে চুলায় রাখা তাওয়ার মতো মোবাইল গরম হয়ে ওঠে। এ ছাড়া চার্জের অবস্থাও খারাপ। ফোন যত গরম হয়, চার্জ তত দ্রুত কমতে থাকে।’
আইফোন বিশ্লেষক মিংচি কুয়ো বলেন, মূলত এটিই প্রথম আইফোন যেখানে টাইটেনিয়াম নামক ধাতু ব্যবহার করা হয়েছে। ফোনের ওজন কমাতে গিয়ে টাইটেনিয়ামের ব্যবহার এবং থার্মাল সিস্টেমকে অগ্রাহ্য করার কারণে এ ধরনের সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা।