টিভি২৪ আইডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের সাইবার সিকিউরিটি কাউন্সিল অ্যাপলের কিছু ডিভাইসে নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেছে এবং তারা বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে।
দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক্সে (আগের টুইটার) এক পোস্টে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপলের কিছু পণ্যে তিনটি নিরাপত্তা দুর্বলতা ধরা পড়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, অ্যাপলের কিছু পণ্যে আমরা তিনটি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেছি। এর মধ্যে আছে আইফোন ৮ ও পরবর্তী, আইপ্যাড মিনি পঞ্চম প্রজন্ম ও নতুন, ম্যাকওএস মন্টেরি ও পরবর্তীতে ম্যাক ডিভাইসগুলো এবং অ্যাপল ওয়াচ ৪ থেকে পরের সংস্করণ।’
দেশটির কর্তৃপক্ষ নাগরিকদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অ্যাপল ডিভাইসগুলো আপডেট করতে বলেছে।