নিরাপত্তায় পরিবর্তন এনেছে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: আইফোন, আইপ্যাড ও ম্যাকের জন্য নিরাপত্তা ব্যবস্থায় নতুন আপডেট এনেছে অ্যাপল। এর মাধ্যমে যেসব ডিভাইস গ্রাহকদের জন্য নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ, তা দ্রুততম সময়ে সংশোধিত হবে। আপডেট করার বিষয়টি নিজেদের ওয়েবসাইটেই বিস্তারিত জানিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। নিউজ টেকক্রাঞ্চ।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‌র‍্যাপিড সিকিউরিটি রেসপন্স’ আপডেটটি গ্রাহকের নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ সংযোজন। ফিচারটি স্বয়ংক্রিয়ভাবেই চালু হবে। কিছু ক্ষেত্রে সেলফোন বন্ধ না করেও ইনস্টল দিয়ে নেয়া যাবে আপডেটটি। পরিষেবার অন্তর্ভুক্ত হবে আইওএস ১৬.৬.১, আইপ্যাডওএস ১৬.৪.১ ও ম্যাকওএস ১৩.৩.১। একবার ইনস্টল করা হলেই সফটওয়্যারের সঙ্গে পরিষেবা যুক্ত হবে। পরবর্তী সফটওয়্যার আপডেটের সময়ও সংস্করণটি স্বয়ংক্রিয়ভাবেই যুক্ত থাকবে। তবে যারা পুরনো অ্যাপল সফটওয়্যার ব্যবহার করছেন, তারা নিরাপত্তা সংশোধন পরিষেবার অন্তর্ভুক্ত হবেন না।

অ্যাপলের নতুন আপডেট আনার বিষয়টি এখনো পুরোপুরি কার্যকর নয়। কোনো কোনো ব্যবহারকারী এরই মধ্যে অভিযোগ জানিয়েছেন আপডেট ইনস্টল করতে না পারার ব্যাপারে। তাছাড়া কিছু আইফোন, আইপ্যাড ও আইম্যাক থেকে আপডেট ডাউনলোড হলেও সেটি তাৎক্ষণিকভাবে ইনস্টল হয়নি। তবে কোন ধরনের নিরাপত্তায় সংশোধন হিসেবে এ আপডেট আনা হয়েছে, সে বিষয়েও প্রশ্ন থেকে যায়। অ্যাপল বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কোনো মন্তব্য করেনি।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন