শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ণ
27 C
Dhaka

নতুন গেমিং ল্যাপটপ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: গত ৮ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়েছে কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে আসুস রিপাবলিক অব গেমারস (আরওজি) এই বছর বাজারে নতুন গেমিং ল্যাপটপ আনার ঘোষণা দেয়। জেফাইরাস, স্কার এবং স্ট্রিক্স- এ তিনটি সিরিজে আসছে আসুসের গেমিং ল্যাপটপগুলো।

- Advertisement -

পোর্টেবল গেমিংকে নতুন লেভেলে নিয়ে এসেছে আরওজি। জেফাইরাস সিরিজের জি১৪ এবং জি১৬ আপগ্রেডে একইসঙ্গে আছে প্রযুক্তি, পারফরম্যান্স এবং ডিজাইন। প্রসেসর হিসেবে জি১৪ ল্যাপটপে রয়েছে এমডি রাইজেন৯ এবং জি১৬-এ রয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৮৫এইচ পর্যন্ত।

দুটি ল্যাপটপেই রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স জিপিইউ। ল্যাপটপগুলো পাওয়া যাবে একলিপ্স গ্রে এবং প্লাটিনাম হোয়াইট কালারে। এতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম অ্যালুমিনিয়াম প্রলেপ। তাই এটি যেমন হালকা তেমনি টেকসই। জি১৪ মাত্র ১.৫ সেমি পাতলা এবং ওজনে ১.৫ কেজি। অন্যদিকে জি১৬ ল্যাপটপটি পাতলায় ১.৪৯ সেমি আর ওজনে ১.৮৫ কেজি। প্রথমবারের মতো এই ল্যাপটপগুলোয় আরওজি নেবুলা ডিসপ্লে ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। জি১৪ এর ডিসপ্লে রেজল্যুশন ৩কে আর রিফ্রেশ রেট ১২০ হার্জ প্যানেল। জি১৬ এর ডিসপ্লে রেজল্যুশন ২.৫কে আর রিফ্রেশ রেট ২৪০ হার্জ।

পাওয়ারফুল গেমিং এক্সপেরিএন্সের জন্য খ্যাত আরওজি স্ট্রিক্স স্কার সিরিজ। এই বছর আসছে এই সিরিজের ১৬ এবং স্কার ১৮ ল্যাপটপ। উন্নত পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৪৯০০এইচএক্স এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৯০ পর্যন্ত ল্যাপটপ জিপিইউ। এর থার্মাল ডিজাইনে সিপিইউ আর জিপিইউতে রয়েছে কন্ডাক্টোনট এক্সট্রিম লিকুইড মেটাল, এবং ট্রাই-ফ্যান প্রযুক্তি।

ল্যাপটপগুলোর ডিসপ্লে ১৮ ইঞ্চির মিনি এলইডি যা মূলত আরওজি নেবুলা এইচডিআর ডিসপ্লে। এর রেজল্যুশন ২৫৬০x১৬০০ আর ২৪০ হার্জ রিফ্রেশ রেট। ল্যাপটপগুলোয় ব্যবহার করা হয়েছে কোয়াড-স্পিকার ডলবি অ্যাটমস অডিও ফিচার। ১০০ ওয়াট ইউএসবি-সি চার্জিংসহ ৯০ ওয়াট ব্যাটারির সুবিধা পাওয়া যাবে এতে। এছাড়া এ সিরিজের ফিচারে আরও আছে গেমার-ফ্রেন্ডলি কিবোর্ড, থান্ডারবোল্ট টিএম ৪, ২.৫ জিবিপিএস (গিগাবিট প্রতি সেকেন্ড) ল্যান, ওয়াইফাই ৬ই।

আরওজি স্ট্রিক্স জি১৬ এবং জি১৮ ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৪৯০০এইচএক্স এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৮০ পর্যন্ত ল্যাপটপ জিপিইউ। স্ট্রিক্স জি সিরিজটির ডিসপ্লে ১৬ ইঞ্চি এবং ১৮ ইঞ্চি যার রেজল্যুশন ২৫৬০x১৬০০, রিফ্রেশ রেট ২৪০ হার্জ। ডলবি ভিশন এইচডিআর সঙ্গে এর আরওজি নেবুলা ডিসপ্লে থাকায় এর ভিজ্যুয়াল দারুণ।

ডলবি অ্যাটমস অডিও প্রযুক্তির কারণে এর অডিওভিজ্যুয়াল পারফরম্যান্সও ব্যতিক্রমী। গেমার-ফ্রেন্ডলি ফিচারের মধ্যে রয়েছে প্রশস্ত টাচপ্যাড, অ্যারো-কি, থান্ডারবোল্ট ৪ এর সমর্থন, আরজিবি কীবোর্ড, ১ জিবিপিএস ল্যান, ওয়াইফাই ৬ই এবং ৭২০পি এইচডি ক্যামেরা। এই সিরিজে ৯০ ওয়াট-আওয়ার ব্যাটারি এবং ১০০ ওয়াট ইউএসবি-সি চার্জিং ক্ষমতা থাকায় এতে গেম খেলা যাবে অনায়াসে। আরওজি স্ল্যাশ ডিজাইনে ভোল্ট গ্রিন আর ইকলিপ্স গ্রে ভার্সনে পাওয়া যাবে এই সিরিজের ল্যাপটপগুলো।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়: এমআইওবি

আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের...

মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক...

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img