গুগলে চাকরি হারিয়েছে ৮ মাসের অন্তঃসত্ত্বা!

গুগলে

টেকভিশন২৪ ডেস্কঃ বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব যেন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতেই বেশি দেখা যাচ্ছে। ব্যয় কমানোর লক্ষ্যে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটে একের পর এক প্রযুক্তি প্রতিষ্ঠান। এ তালিকা থেকে বাদ যায়নি অ্যামাজন, মেটা, টুইটার, অ্যাপল ও মাইক্রোসফটের মতো শীর্ষ কম্পানিগুলোও। এবার গুগলের মতো প্রতিষ্ঠানও সেই পথে হেঁটেছে। চলতি সপ্তাহে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে গুগলের মূল কোম্পানি আলফাবেট।

এই বিপুল ছাঁটাইয়ের কথা ইমেল করে কর্মীদের জানিয়েছেন কোম্পানির সিইও সুন্দর পিচাই। স্বাভাবিক ভাবেই কাজ হারিয়ে হতাশ কর্মীরা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। আর এরই মাঝে সামনে এসেছে ৮ মাসের এক অন্তঃসত্ত্বা নারী কর্মীর কথা। গুগলের বিপুল সংখ্যাক ছাঁটাইয়ের থেকে রেহাই পাননি তিনিও। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার ঠিক আগেই জেনেছেন, চাকরি হারিয়েছেন তিনিও।

ক্যাথারিন য়ং নামের এই নারী কর্মী গুগলের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করতেন। থাকতেন ক্যালিফর্নিয়ায়। গুগলে চাকরি হারিয়ে তিনি বলেন, মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার ঠিক এক সপ্তাহ আগে তিনি জানতে পারেন ছাঁটাইয়ের কথা। ছুটিতে যাওয়ার আগে অফিসের সমস্ত কাজ সেরে দায়িত্ব বুঝিয়েও দিয়েছিলেন তিনি। এ সময় তিনি পান ছাঁটাইয়ের ইমেলটি।

চাকরি হারানোর মানসিক চাপ প্রভাব ফেলছে তার শরীরের উপরেও জানিয়ে ক্যাথরিন বলেন, নিজের সন্তানের মুখ চেয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন