ই-ভিসা চালু করল ঢাকার সৌদি দূতাবাস; তিন ক্যাটাগরিতে সুবিধা পাবে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ওমরাহ-এর পর এবার বাংলাদেশিদের জন্য শ্রমিক-পর্যটন ও আবাসিক ক্যাটাগরিতেও ই-ভিসা চালু করল সৌদি আরব। আজ থেকেই এ কার্যক্রম শুরু হলো বলে জানিয়েছে ঢাকায় সৌদি দূতাবাস। সোমবার (১ মে) ঢাকার দূতাবাসে এক অনুষ্ঠানের মাধ‌্যমে ই-ভিসার উদ্বোধন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানান, ‘শ্রমিকদের জন্য বাংলাদেশই প্রথম এ সুবিধা পাচ্ছে। এখন থেকে বাংলাদেশের নাগরিকরা ই-ভিসা নিয়ে সৌদি আরব যেতে পারবেন। এটি একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশিদের এখন আর স্টিকার ভিসা লাগবে না। সবার জন্যই প্রক্রিয়াটি অনেক সহজ হবে। বাংলাদেশই প্রথম দেশ, যেখানে শ্রমিকদের জন্যই ই-ভিসা চালু করেছে সৌদি আরব।’

এর ফলে, সৌদি আরবে যেতে আর স্টিকার ভিসার জন্য অপেক্ষা করতে হবে না বাংলাদেশিদের। শ্রমিক-পর্যটন ও আবাসিকে অনুমতির জন্য আবেদন প্রার্থীরা পাবেন ই-ভিসা। এর মধ্য দিয়ে সময়ের পাশাপাশি খরচও কমবে বলে জানান সৌদি রাষ্ট্রদূত।

তিনি আরও জানান, সৌদি সরকার কখনই ভিসার জন্য ফি নেয়া না। ই-ভিসার জন্য কাউকে পাসপোর্ট জমা দিতে হবে না। শ্রমিক ক্যাটাগরির জন্য আবেদনকারীদের এজেন্সির মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। এ ক্ষেত্রে ই-ভিসার মেয়াদ হবে ২ বছর। সূত্র: ইনডিপেনডেন্ট২৪ 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন