ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে দুই দিন

বাংলাদেশে দুই দিনে ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। আগামী সোমবার এবং বুধবার দিবাগত রাত ২টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত এই বিঘ্ন ঘটতে পারে।

বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি) এই তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেব্‌ল (সি-মি-উই ৪) ‘সিস্টেমের আপগ্রেডেশন’ কার্যক্রমের জন্য এই বিঘ্ন ঘটবে।

বিএসসিপিএলসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজ শেষ হলে ইন্টারনেটের গতি উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে, কাজের সময় ইন্টারনেট ব্যবহারে সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন