টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকমে এখন থেকে সনিক গ্রুপের ফ্যাশন ও কসমেটিকস ব্র্যান্ড ইনগ্লট, স্প্ল্যাশ, লুলুসার ও সুলতান এর পণ্য পাওয়া যাবে।
বৃহস্পতিবার ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং সনিক গ্রুপের সিইও নাবিল সুলতান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল বলেন, ফ্যাশন সচেতন গ্রাহকদের জন্য আমরা ইনগ্লট, স্প্ল্যাশ, লুলুসার, সুলতানের মতো দেশীয় ও আন্তর্জাতিক ফ্যাশন ও কসমেটিকস ব্র্যান্ড যুক্ত করেছি। আশা করি, গ্রাহকদের সাধ্যের মধ্যে সেরা পণ্য সেবা দেওয়ার লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান একসাথে কাজ করে যাবো।
অনুষ্ঠানে আরও ছিলেন ইভ্যালির ব্যবসায় উন্নয়ন শাখার সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আবু তাহের সাদ্দাম, ব্যবসায় উন্নয়ন শাখার ব্যাস্থাপক সালমা হামিদ ঈশিতা,সনিক গ্রুপের লিগ্যাল এসোসিয়েট শাহিন মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।