রবিবার, ২২ জুন, ২০২৫, ২:২২ পূর্বাহ্ণ
27.3 C
Dhaka

বিজেসি-ক্লিক অ্যান্ড পে’র মধ্যে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: সদস্যদের জন্যে ন্যায্যমূল্যে নিত্যপণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে দেশে সম্প্রচার সাংবাদিকদের একমাত্র সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি। এরই অংশ হিসেবে সুপার শপ ক্লিক অ্যান্ড পে’র সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে বিজেসি কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিজেসি’র পক্ষে সদস্য সচিব শাকিল আহমেদ ও ক্লিক অ্যান্ড পে’র পক্ষে কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও নুরুল ইসলাম তুষার চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিজেসির ট্রাস্টি সৈয়দ ইশতিয়াক রেজা, হারুন অর রশিদ, কোষাধক্ষ্য মানস ঘোষসহ, নির্বাহী ও যুগ্ম নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়া, ক্লিক অ্যান্ড পে’র পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কোম্পানির উপদেষ্টা মে. জে. (অব.) জীবন কানাই দাস, পরিচালক মোস্তফা সারোয়ার, সিএফও  সাঈদ আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে বিজেসির ট্রাস্টি মানস ঘোষ বলেন, সম্প্রচার মাধ্যমের সংবাদকর্মীদের কল্যাণ, দক্ষতা ও মান উন্নয়নের লক্ষ্যে বিজেসি যাত্রা শুরু করলেও এক সময় আমরা উপলব্ধি করি সদস্যদের জীবন যাপন সহজ করতে ভূমিকা রাখা প্রয়োজন। এরই অংশ হিসেবে দৈনন্দিন কেনাকাটায় বিজেসি সদস্যরা কিভাবে বাজারের প্রচলিত মূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পারে সে বিষয়টি নিয়ে কাজ শুরু করি। বিজেসির এই পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে এসেছে সুপার শপ ক্লিক অ্যান্ড পে। বিজেসি পরিবার কৃতজ্ঞ ক্লিক অ্যান্ড পে’র কাছে।

অনুষ্ঠানে সুপার শপ ক্লিক অ্যান্ড পে’র প্রতিষ্ঠাতা ও সিইও নুরুল ইসলাম তুষার ঘোষণা দেন, বিজেসি সদস্যদের জন্য আগামী ১১ এপ্রিল পযন্ত ৫ লিটার সয়াবিন তেল ৬৫০ টাকা দরে বিক্রি করা হবে। তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।আমরা্ও প্রযুক্তির সহায়তায় দ্রব্যমূল্য সহয়নীয় রাখতে কাজ করছি। সবার সহায়তা পেলে দেশব্যাপী এ উদ্দ্যোগ ছড়িয়ে দিতে পারবো।

বিজেসির সদস্য সচিব শাকিল  আহমেদ বলেন, নিত্য প্রয়োজনীয় প্রায় ৩ হাজার পণ্য ন্যায্যমূল্যে বিজেসি সদস্যদের সরবরাহ করবে সুপার শপ ক্লিক অ্যান্ড পে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সদস্যদের প্রতি ক্রয়ের ২% বিজেসির কল্যাণ ফান্ডে জমা হবে ।

অনুষ্ঠানে জানানো হয়, ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের জন্য বিজেসি সদস্যকে ক্লিক অ্যান্ড পে সুপার শপের অ্যাপস মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে। ঐ অ্যাপসে বিজেসি সদস্যদের জন্যে একটি ‘বিজেসি বাজার’  নামে একটি পৃথক সেকশন থাকবে। সেখানে বিজেসি আইডি দিয়ে ঢোকার পর কেনাকাটা করা যাবে ছাড়কৃত মূল্যে।বর্তমানে ক্লিক অ্যান্ড পে’র বারিধারা ডিওএইচএস (অনন্যা শপিং কমপ্লেক্স) ও মিরপুর ডিওএইচএস (জামান পার্ক, সাগুফতা) শাখা থেকে পণ্য সংগ্রহ করা যাবে। এর পাশাপাশি বাংলামোটরে বিজেসি কার্যালয় থেকে পচনশীল ব্যতীত সকল পণ্য সংগ্রহ করা যাবে। ক্লিক অ্যান্ড পে কর্তৃপক্ষ শিগগিরই রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় তাদের শাখা খুলবে বলে জানিয়েছে। বিশেষ ছাড়কৃত দামে পণ্য কেনাকাটার পর তা উপরোক্ত ৩টি স্থান থেকে ক্রেতাকে সংগ্রহ করতে হবে। তবে কেউ হোম ডেলিভারি নিতে চাইলে তার জন্যে ক্লিক অ্যান্ড পে-এর সাধারণ ডেলিভারি নিয়ম ও দূরত্ব ভেদে চার্জ প্রযোজ্য হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চ্যাটজিপিটি: বিস্ময়কর উদ্ভাবন

টেকভিশন২৪ ডেস্কঃ প্রতিনিয়তই আসছে নিত্য নতুন প্রযুক্তি। তবে কয়েক...

এমবেডেড সিস্টেমের বিবর্তন: ২০২৬ সালের কর্মসংস্থান ও ভবিষ্যৎ প্রবণতা

ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন: ইলেকট্রনিক্স, ওয়্যারলেস যোগাযোগ, নেটওয়ার্কিং, জ্ঞানীয়...

তেহরানে ইন্টারনেট বন্ধ, ইলন মাস্কের স্টারলিংক সেবা চালু

ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইরান সরকার যখন দেশটির নাগরিকদের ইন্টারনেট...

সর্বশেষ

রাজধানীতে শুরু হলো ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’

টেকভিশন২৪ প্রতিবেদক: তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্ভাবন, কর্মসংস্থান এবং বৈশ্বিক অংশীদারিত্বের এক...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দুর্নীতি ও অনিয়মের তথ্য আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ২০২৫ সালের...

বিটিআরসিতে দুর্যোগকালীন আগাম সতর্কতা শীর্ষক কর্মশালা

টেকভিশন২৪ ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতি হ্রাস এবং...

টেকনো স্পার্ক গো ২ ফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: টেকনোর স্পার্ক সিরিজ স্মার্টফোন এর ব্যাপক জনপ্রিয়তা...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img