টিভি২৪ ডেস্ক: পাঁচশ জন গ্রাহককে আটটি পৃথক ভয়েস ক্যাম্পেইনের আওতায় পুরস্কার প্রদান করেছে রবি ও এয়ারটেল। গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির জন্য সম্প্রতি ক্যাম্পেইনগুলি পরিচালিত হয়েছে এবং গ্রাহকদের কাছ থেকে বিপুল সাড়ার মাধ্যমে শেষ হয়েছে পদক্ষেপটি।
রবি চারটি ভয়েস ক্যাম্পেইন পরিচলনা করেছে যার আওতায় গ্রাহকদের ফোরজি স্মার্টফোন এবং পাওয়ার ব্যাংক জয়ের সুযোগ ছিল। ৩৪৪ জন গ্রাহক ফোরজি স্মার্টফোন এবং ৭৫ জন গ্রাহক পাওয়ার ব্যাংক পুরষ্কার জিতেছেন। গ্রাহকরা তাদের মোবাইল ব্যালেন্সে নিদিষ্ট পরিমাণ অর্থ রিচার্জ করার মাধ্যমে এই ক্যাম্পেইনে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন।
এয়ারটেল চারটি পৃথক ভয়েস ক্যাম্পেইন পরিচলনা করে যেখানে গ্রাহকদের প্রতি ঘন্টার পুরষ্কার জয়ের সুযোগ ছিল। এই ক্যাম্পেইনের আওতায় ‘শাওমি মিআই ব্যান্ড ৪’ স্মার্ট ব্যান্ড জিতেছেন ৭৯ জন গ্রাহক। গ্রাহকরা ইতিমধ্যে রবি-এয়ারটেল ওয়াক-ইন সেন্টারগুলো থেকে উপহারগুলো গ্রহণ করেছেন।