নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫ হাজার চারা রোপণ করবে চন্দ্রকলি ফাউন্ডেশন

টেকভিশন২৪ ডেস্ক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৩ বছরে ১৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করবে চন্দ্রকলি ফাউন্ডেশন।

এই কর্মসূচির আওতায় রবিবার বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে দেশীয় প্রজাতির ১৯ রকমের গাছের চারা রোপণ করা হয়। ভিসি প্রফেসর ডক্টর মুহাম্মদ ইসমাইল একটি কাঠ গোলাপ, একটি চালতা ও একটি জাম গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম, ভাষা শহীদ আবদুস সারাম হলের প্রভোস্ট ডক্টর মোহাম্মদ হানিফ, শিক্ষা বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, প্রক্টর ডক্টর মোহাম্মদ আরি এএফএম আরিফুর রহমান, সহকারী প্রক্টর সাজ্জাদুল করিম, ডেপুটি রেজিস্ট্রার মোঃ গোলাপ হোসেন, চন্দ্রকলির নির্বাহী পরিচালক শাখাওয়াত উল্লাহ ও বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রফেসর মুহাম্মদ ইসমাইল বলেন, “আমরা এই বিশ্ববিদ্যালয়কে প্রকৃতির একটি অভয়ারণ্যে পরিণত করতে চাই। চন্দ্রকলি ফাউন্ডেশন আমাদের এই উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করবে।”

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন