টেকভিশন২৪ প্রতিবেদক: অনলাইনে ফেসবুকের মাধ্যমে নারীদের বিভিন্ন প্রসাধনী সামপ্রী বিক্রী করছে ক্লাসি ক্লোসেট। এবার তাদের প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে অসুস্থ হয়ে পড়েছে রামপুরার বাসিন্দা তাসলিমা আক্তার টুম্পা। তিনি মেইড ইন থাইল্যান্ডের নাইট ক্রিম অর্ডার করে ক্লাসি ক্লোসেট থেকে। কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নাই বলেই বলা হয় এতে। কিন্তু তিনি একবার ব্যবহারেই তার মুখ ফুলে গেছে।
তাসলিমা আক্তার টুম্পা বলেন, ৯৫০ টাকা ক্রিমের দাম ১০০ টাকা সার্ভিস চার্জ সহ মোট ক্রিমটির মূল্য ১ হাজার ৫০ টাকা। মাত্র একবার ব্যবহারেই আমার মুখমন্ডল ফুলে গেছে। বলা হয়েছেছিল এই ক্রিমে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই। আমি অসুস্থ হয়ে পড়েছি। এক পর্যায়ে টুম্পার স্বামী জনাব, শহিদুল ইসলাম মুঠোফোন এ আমাদের প্রতিনিধি কে বলেন যে, তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিবো। ভুক্তভোগী বর্তমানে ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন।
ক্লাসি ক্লোসেট ( Classy Closet) এর ফেসবুকে দেওয়া নম্বরে কয়েকবার ফোন দিলেও তারা রিসিভ করেনি।