টেকভিশন২৪ ডেস্ক: বেইজিংয়ের ই-টাউন প্রযুক্তি হাবে শনিবার অনুষ্ঠিত হলো বিশ্বের প্রথম হিউম্যানয়েড হাফ ম্যারাথন প্রতিযোগিতা, যেখানে ২১টি হিউম্যানয়েড রোবট হাজারো মানুষের সঙ্গে দৌড়ে অংশ নেয়।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, চীনের সরকার-সমর্থিত গবেষণা প্রতিষ্ঠান এক্স-হিউম্যানয়েড নির্মিত ‘তিয়াংগং আলট্রা’ নামের রোবটটি ২ ঘণ্টা ৪০ মিনিটে দৌড় শেষ করে প্রথম স্থান অধিকার করে। যদিও এই সময় সাধারণ মানুষের জন্য খুব একটা উল্লেখযোগ্য নয়।
তিয়াংগং আলট্রা একটি মানব সহায়কের সহায়তায় দৌড় শেষ করে, যার পিঠে একটি সিগনালিং ডিভাইস ছিল। অধিকাংশ রোবটই রিমোট কন্ট্রোলে চলেছে, এবং মাত্র চারটি রোবট চার ঘণ্টার মধ্যে দৌড় শেষ করতে সক্ষম হয়।
রোবটদেরকে আলাদা লেনে দৌড়ানোর সুযোগ দেওয়া হয় এবং ব্যাটারি পরিবর্তন ও বিকল্প রোবট ব্যবহারেরও অনুমতি ছিল। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দলসহ বিভিন্ন চীনা কোম্পানির তৈরি রোবট অংশ নেয়।