টেকভিশন২৪ ডেস্ক: দুই সপ্তাহ আগে হুয়াওয়ে তাদের নতুন মেট ৭০ সিরিজ উন্মোচন করেছে। আজ প্রতিষ্ঠানটির সিইও রিচার্ড ইউ জানিয়েছেন, এই স্মার্টফোনের সব উপাদান সম্পূর্ণভাবে চীনে তৈরি। তিনি শেনজেনের বাওআন মিডল স্কুলে এক অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করেন।
রিচার্ড ইউ বলেন, হুয়াওয়ে ১০০% স্থানীয় চিপ উৎপাদনে সক্ষম হয়েছে, যা চীনের সেমিকন্ডাক্টর শিল্পের পূর্ণ স্বাধীনতার একটি মাইলফলক।
অনলাইন টিয়ারডাউন ভিডিওগুলোর মাধ্যমে দেখা গেছে, মেট ৭০ সিরিজে কিরিন ৯০২০ চিপসেট ব্যবহার করা হয়েছে, যা চীনের সেমিকন্ডাক্টর নির্মাতা এসএমআইসি দ্বারা নির্মিত। এসএমআইসি হুয়াওয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
সম্প্রতি টিএসএমসি জানিয়েছে, তারা আবিষ্কার করেছে যে, তৃতীয় পক্ষের মাধ্যমে কিছু চিপসেট হুয়াওয়েকে সরবরাহ করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়ে। এই চিপগুলো ডেটা সার্ভার এবং এআই ব্যবহারের জন্য তৈরি। মেট ৬০ ফোনে কোরিয়ান মেমোরি চিপও দেখা গেছে।
তবে, মেট ৭০ সিরিজের ফোনগুলো চীনের বাইরের বাজারে আসার সম্ভাবনা খুবই কম। কোম্পানি আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) একটি অনুষ্টানের আয়োজন করেছে, যেখানে শুধুমাত্র মেট এক্স৬ ফোল্ডেবল স্মার্টফোন এর গ্লোবাল উন্মোচন হবে বলে জানা গেছে।
সূত্র : জিএসএম এরিনা