টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল প্রযুক্তিনির্ভর এই যুগে গতি এবং নির্ভরযোগ্যতা এখন আর বিলাসিতা নয়—বরং প্রয়োজন। ঠিক এই চাহিদাকে সামনে রেখেই বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা লেক্সার বাজারে এনেছে তাদের নতুন প্রজন্মের ইন্টারনাল এসএসডি, যা পারফরম্যান্স, স্টোরেজ সক্ষমতা এবং দীর্ঘস্থায়ীত্বের দিক থেকে বাজারে বিদ্যমান অন্যান্য বিকল্পের তুলনায় অনেক এগিয়ে।
লেক্সার-এর নতুন এসএসডিগুলোতে ব্যবহার করা হয়েছে উন্নত এনভিএমই প্রযুক্তি, যা প্রচলিত সাটা ভিত্তিক এসএসডির তুলনায় অনেক বেশি দ্রুত। এসব ড্রাইভে রয়েছে অত্যাধুনিক রিড ও রাইট স্পিড, হিট কন্ট্রোল প্রযুক্তি এবং উন্নত পাওয়ার ম্যানেজমেন্ট ফিচার, যা ব্যবহারকারীদের জন্য নিশ্চিন্ত ও নিরবিচারে দীর্ঘ সময় কাজ করার সুবিধা নিশ্চিত করে।
গেমিং, হেভি মাল্টিটাস্কিং কিংবা কন্টেন্ট ক্রিয়েশনের মতো হাই-এন্ড ব্যবহারের জন্য লেক্সার এনেছে জেন ৪ এনভিএমই সিরিজের এসএসডি। এর মধ্যে উল্লেখযোগ্য মডেলগুলো হলো এনকিউ৭৯০ ৫০০ জিবি, এনএম৭৯০ ১ টেরাবাইট এবং ২ টেরাবাইট ভেরিয়েন্ট। এসব এসএসডি উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করার পাশাপাশি দিচ্ছে স্থিতিশীলতা ও কম পাওয়ার কনজাম্পশনের সুবিধা।
অন্যদিকে, যারা এখনো জেন ৩ ভিত্তিক পুরনো কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করছেন, তাদের জন্য রয়েছে এনএম৬২০ সিরিজের এসএসডি। ৫১২ জিবি ও ১ টেরাবাইট সংস্করণে পাওয়া যাচ্ছে এই মডেল, যা তুলনামূলকভাবে কম দামে দিচ্ছে উন্নত গতি ও নির্ভরযোগ্যতা।
বাংলাদেশে লেক্সার পণ্যের পরিবেশক হিসেবে কাজ করছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। কোম্পানিটি পণ্য বিক্রির পাশাপাশি বিক্রয়োত্তর সেবা ও ওয়ারেন্টি সুবিধার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে।