২৭০ মিলিয়ন ফোন বিক্রির লক্ষ্যমাত্রা স্যামসাংয়ের

স্যামসাং
স্যামসাং

টেকভিশন২৪ ডেস্কঃ আগামী বছর অর্থ্যাৎ ২০২৩ সালে নিজেদের ফোন বিক্রির লক্ষ্যমাত্রা স্থির করেছে স্যামসাং। এ সময়ে ২৭০ মিলিয়ন ডিভাইস বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট। চলতি বছরে স্যামসাংয়ের ২৬০ মিলিয়ন স্মার্টফোন বিক্রির সম্ভাবনা রয়েছে। পরের বছর এটি ১০ মিলিয়ন বৃদ্ধি করতে চায় তারা।

২০১৭ সালে বিশ্বব্যাপী ৩২০ মিলিয়ন ফোন বিক্রি করেছিল স্যামসাং। দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে বড় অবদান রাখা স্যামসাং পরবর্তীতে ৩০০ মিলিয়নের মাইলফলক আর ছুঁতে পারেনি। তবে ফোন বিক্রি কমলেও আয় কমেনি স্যামসাংয়ের। কেননা এ সময়ে প্রতিষ্ঠানটি বাজারে হাই-রেঞ্জের ফোন এনেছে।

এক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৩ অর্থবছরে স্যামসাং কম বাজেটের ফোন বিক্রি কমিয়ে দেবে। প্রতিষ্ঠানটির লক্ষ্য প্রিমিয়াম ডিভাইসের ফোন বিক্রি করা। আর এতেই আয়ের পরিমাণ বাড়বে, এমনটাই মনে করছে প্রতিষ্ঠানটি।

ফোল্ডেবল ফোন তৈরিতে অপ্রতিদ্বন্দ্বী স্যামসাং। ২০২৪ সালের মধ্যে ৮০ শতাংশ ফোল্ডেবল ফোনের বাজার দখল করতে চায় কোম্পানিটি। আগামী বছরে প্রিমিয়াম এস সিরিজ ৬০ মিলিয়ন এবং জেড সিরিজ ২১০ মিলিয়ন বিক্রির লক্ষ্য নিয়েছে স্যামসাং।

স্যামসাংয়ের বিভিন্ন পণ্য বিক্রি এবং পরিষেবায় চাঙ্গা থাকলেও কোম্পানিটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পরিচালন মুনাফা কমেছে ৩০ শতাংশ। সেমিকন্ডাক্টর খাতে শ্লথগতির জেরে মুনাফায় প্রভাব পড়েছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন