বিজয়ের মাসে “ফ্রি কম্পিউটার সার্ভিস সপ্তাহ-২০২৩” দিচ্ছে মতিঝিল কম্পিউটার সোসাইটি

টেকভিশন২৪ প্রতিবেদন: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষ্যে মতিঝিল কম্পিউটার সোসাইটি’র পক্ষ থেকে সপ্তাহ ব্যাপি “ফ্রি কম্পিউটার সার্ভিস সপ্তাহ-২০২৩” ১৭ থেকে ২১ ডিসেম্বর, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেবা সপ্তাহ আয়োজন করেছে।

গ্রাহকদের কাছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসটিকে স্মরণীয় করে রাখতে মতিঝিল কমপিউটার সোসাইটি’র (এমসিএস) উদ্যোগে পাঁচ দিনব্যাপী (১৭-২১ ডিসেম্বর) আয়োজন করা হচ্ছে ‘‘ফ্রি কমপিউটার সার্ভিস সপ্তাহ- ২০২৩’’। ঢাকার মতিঝিলে অবস্থিত গাউছে পাক কমপিউটার মার্কেট এবং রহমানিয়া কমপিউটার সিটিতে ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টারসহ অন্যান্য পণ্যে বিনা মূল্যে সেবা উপভোগ করতে পারবেন।

আগামী ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বাধাহীন প্রযুক্তি বিনা মূল্যে সেবা সপ্তাহে দুটি মার্কেটের পরিবেশিত পণ্যের পাশাপাশি সেবার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এমন পণ্যেও বিনা মূল্যে সেবা দেয়া হবে। আপনার ব্যবহৃত যে কোনো ব্রান্ডের ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টারের যেকোনও কারিগরি সমস্যার সমাধান দেয়া হবে বিনা মূল্যে। সকল ক্রেতারা প্রযুক্তি পণ্যের যাবতীয় সেবাসমূহ বিনা মূল্যে উপভোগ করতে পারবেন।

মতিঝিল কম্পিউটার সোসাইটি’র সভাপতি মো. আবুল হাসান বলেন, ‘‘আমরা প্রযুক্তি পণ্যে বিনা মূল্যে সেবা দেয়ার জন্য ‘ফ্রি কমপিউটার সার্ভিস সপ্তাহ’ উদ্যোগ নিয়েছি। পণ্যটি কোথা থেকে কেনা কিংবা কোন ব্র্যান্ডের আমাদের কাছে মূখ্য নয়। আমরা গ্রাহক ও ক্রেতার সেবার প্রতি লক্ষ্য রেখে প্রতিনিয়ত নতুন কিছু সেবা এবং অফার দেয়ার চেষ্টা করছি। প্রযুক্তি পণ্য ব্যবহারকারীরা তাদের সমস্যাযুক্ত ল্যাপটপ, ডেস্কটপ ও প্রিন্টারের জন্য বিনা মূল্যে এই সেবা নিতে পারবেন।’’

তিনি আরও বলেন, আগামী ৫ দিন গ্রাহকরা সকল প্রকারের ডেক্সটপ পিসি, ল্যাপটপ ও প্রিন্টার বিনামূল্যে মতিঝিল ফকিরাপুলে গাউসে পাক মার্কেট ও রহমানিয়া কম্পিউটার সিটি থেকে গ্রাহকরা প্রতিদিন মার্কেট চলাকালীন সময়ের মধ্যে এই সেবা গ্রহণ করতে পারবেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন