টিকটক বিক্রি নিয়ে যা জানাল বাইটড্যান্স

টিকটক বিক্রি নিয়ে যা জানাল বাইটড্যান্স
টিকটক বিক্রি নিয়ে যা জানাল বাইটড্যান্স

টেকভিশন২৪ ডেস্ক: ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিয়ে বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। তারা শর্ত দিয়েছে অ্যাপটি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে বিক্রি করতে হবে। অথবা যুক্তরাষ্ট্র তার দেশে অ্যাপটি নিষিদ্ধ করবে। এ সবকিছুর পরিপ্রেক্ষিতে টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স জানিয়েছে, তারা এ অ্যাপ বিক্রি করবে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে থেকে জানা যায়, বাইটড্যান্স বলেছে, যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক বিক্রি করতে অথবা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার জন্য একটি আইন পাস করা হয়েছে। তবে টিকটক তার মালিকানাধীন একটি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম টওটিয়াওতে অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্ট করে বলে, টিকটক বিক্রির কোনো পরিকল্পনা নেই বাইটড্যান্সের। এছাড়া টিকটক জানায়, তারা ‘অসাংবিধানিক’ আইনটিকে আদালতে চ্যালেঞ্জ জানাবে।

এদিকে ২৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টিকটকের এই বিক্রয় বা নিষিদ্ধ প্রস্তাবে স্বাক্ষর করে আইনে পরিণত করেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের ওপর নজরদারি করছে চীন সরকার। আর এ কারণেই তরুণদের মধ্যে টিকটকের জনপ্রিয়তা ও ব্যবহার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। শুধু যুক্তরাষ্ট্রেই ১৭ কোটি টিকটক ব্যবহারকারী রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বাইটড্যান্স। তারা বলেছে, তাদের সংস্থা কখনো মার্কিন তথ্য সরবরাহ করেনি এবং করবেও না।

টিকটকের তথ্য অনুযায়ী, বাইটড্যান্সের চীনা প্রতিষ্ঠাতা ২০ শতাংশ শেয়ারের মালিক। প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানাধীন, যার মধ্যে প্রধান মার্কিন বিনিয়োগ সংস্থা কার্লাইল গ্রুপ, জেনারেল আটলান্টিক এবং সাসকুয়েহানা ইন্টারন্যাশনাল গ্রুপ রয়েছে। বাকি ২০ শতাংশ বিশ্বজুড়ে এর কর্মীদের মালিকানাধীন এবং বাইটড্যান্সের পাঁচ বোর্ড সদস্যের মধ্যে তিনজনই আমেরিকান। -তথ্যসূত্র: চ্যানেল২৪

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন