উজবেকিস্তানে আইসিটি সপ্তাহ ২০২২-এ অংশগ্রহণ করেছে “বাক্কো”

বাক্কো
বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) দেশের বিপিও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কেন্দ্রীয় এবং একক বাণিজ্য সংস্থা যেটি আন্তর্জাতিক বিপিও বিশ্বের সঙ্গেও নিয়ত যোগাযোগ রক্ষা, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, মৈত্রী ও সংযোগ স্থাপনে নিরলস কাজ করে যাচ্ছে।

সমরকন্দের কংগ্রেস টাওয়ারে অক্টোবরের ২৪-২৭ তারিখ পর্যন্ত চলমান আইসিটি-সপ্তাহ উজবেকিস্তান, ২০২২-এর বিশেষ আমন্ত্রণে বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে দশটি প্রতিষ্ঠান এবারে অংশগ্রহণ করেছে।

চারদিনব্যাপী আইসিটি-সপ্তাহের বিপিও সামিট পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও বিপিও শিল্পের বর্তমান অবস্থা, এ পর্যন্ত সার্বিক উন্নয়ন ও সে উন্নয়নে বাংলাদেশ সরকারের অপরিসীম ভূমিকা নিয়ে বক্তব্য রাখবেন বাক্কো সভাপতি ও ডিজিকন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরীফ।

বাংলাদেশের বিপিও শিল্পে বর্তমানে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা, চাকুরির চাহিদার সঙ্গে দক্ষতার ব্যবধান মেটাতে সরকারের গৃহীত কার্যক্রমগুলো প্যানেল ডিসকাশনে সবার সামনে তুলে ধরবেন বাক্কো সাধারণ সম্পাদক ও ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন।

অংশগ্রহণকারী দশটি প্রতিষ্ঠান বাক্কোর প্যাভিলিয়ন থেকে নিজেদের পণ্য, সেবা প্রদর্শন ও পূর্ববর্তী সাফল্যের গল্প উপস্থাপনের মাধ্যমে আগত অতিথিদের বাংলাদেশের বিপিও শিল্পে বিনিয়োগের জন্য উদ্বুদ্ধ করছে। 

বাক্কোর সঙ্গে উজবেকিস্তানের হৃদ্যতার গল্পের শুরুটা বাংলাদেশে আয়োজিত ২০২১ সালের ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির মঞ্চ থেকে! সেবারের সম্মেলনে বাক্কো ও উজবেকিস্তানের আইটি পার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিপিও শিল্পে উজবেকিস্তান এখন বিশ্ববাজারে ক্রমশঃ ছড়িয়ে পড়া এক নাম। উজবেকিস্তানের ‘আইসিটি-সপ্তাহ’ দেশটির তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়ের সহায়তায় তথ্যপ্রযুক্তি শিল্প নিয়ে আয়োজিত সর্ববৃহৎ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যা ২০০৪ সাল থেকে প্রতিবছরই মহাসমারোহে পালিত হয়ে আসছে। এবারের ‘আইসিটি-সপ্তাহ ২০২২-এ উপস্থিত আছেন বৈশ্বিক তথ্যপ্রযুক্তি শিল্পের সব বরেণ্যজন, ইন্টারন্যাশনাল এক্সপার্ট, দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতিমান তথ্যপ্রযুক্তির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের কর্ণধারেরা। আছে চারদিনব্যাপী বিপিও সামিট, সিআইও সামিট, আইসিটি এক্সপো, প্যানেল ডিসকাশন, আইসিটি ফোরাম, সিআইএস ফোরাম, সেমিনারের মত অসংখ্য আয়োজন। মূলতঃ, এই আইসিটি-সপ্তাহের উদ্দেশ্য এমন এক আন্তর্জাতিক ক্ষেত্র তৈরি করা, যেখানে দেশ-বিদেশের বরেণ্য সব আইসিটি এক্সপার্ট, গুণীজন ও কর্ণধারেরা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়ে পরস্পর সমৃদ্ধ হতে পারেন এবং বিশ্বায়নের এই সীমানাবিহীন বাজারে পারস্পরিক সহযোগিতা ও মৈত্রীর মাধ্যমে বৈশ্বিক তথ্যপ্রযুক্তি শিল্পের সার্বিক উন্নয়ন ঘটাতে পারেন! উজবেকিস্তানে ঘটে চলা রাষ্ট্রীয় ডিজিটালাইজেশনের পরিকল্পনার অংশস্বরূপ বৈশ্বিক তথ্যপ্রযুক্তির বাজারে নিজেদের সক্ষমতা তুলে ধরারও একটি বড় প্রচেষ্টা এই অনুষ্ঠান।

উজবেক মাটিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাক্কো সদস্য-প্রতিষ্ঠানগুলোর তরফ থেকে যোগ দিয়েছেন- বাক্কো সভাপতি ও ডিজিকন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরীফ, বাক্কো সাধারণ সম্পাদক ও ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন, বাক্কো যুগ্ম সাধারণ সম্পাদক ও মাই আউটসোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিরুল বাশার, বাক্কো পরিচালক ও এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আবু দাউদ খান, বাক্কো পরিচালক ও স্কাইটেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুসনাদ ই আহমেদ, স্কাইলার্ক সফট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বি এম শরীফুল ইসলাম, সিনার্জি বিজনেস সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহফুজুর রহমান, নোবেল আইটি সলিউশনস লিমিটেড এবং এরেনা ফোন বিডি লিমিটেড।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন