তরুণদের প্রযুক্তিতে দক্ষ করতে বিসিএস ও বিআইটিপিএফসি এক সাথে কাজ করবে

তরুণদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিসিএস ও বিআইটিপিএফসি এক সাথে কাজ করবে!
তরুণদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিসিএস ও বিআইটিপিএফসি এক সাথে কাজ করবে!

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনাল ফেন্ডস ক্লাব এর পক্ষ থেকে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বিসিএস কার্যালয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বাংলাদেশ আইটি প্রফেশনালস ফ্রেন্ডস ক্লাব একটি অলাভজনক সংগঠন। এই ক্লাবের বর্তমান সদস্য ১২ হাজারের বেশি। ক্লাবের লক্ষ্য পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে আইটি খাতে দক্ষ জনবল তৈরি করা, নতুন নতুন প্রযুক্তি নিয়ে ওয়ার্কশপ,ওয়েবিনার, সেমিনার করে আইটির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলতে অবদান রাখা।

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সদস্যরা সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টর থেকে আইটি প্রফেশনালদের নিয়ে গঠিত। বিভিন্ন কার্যক্রম প্রচারের জন্য আমরা কীভাবে একে অপরের প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে একসাথে কাজ করতে পারি তার জন্য উভয় সংস্থা আলোচনা করেছে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি জনাব ড.সামসুল আরেফিন বলেন বাংলাদেশের আইটি সেক্টর কে এগিয়ে নিতে সবাই কে এক সাথে কাজ করতে হবে। এর জন্য দরকার কোলাবোরেশান। নতুন নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে দেশের মানুষের মাঝে বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং ওয়েবনার ওয়ার্কশপসহ নানা ধরনের কার্যক্রম চালু করতে হবে।

বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব এর সভাপতি জনাব সালেহ মোবিন বলেন এই বাংলাদেশ আমাদের তাই আইটি সেক্টর কে এগিয়ে নিতে  আমাদেরকে দায়িত্ব নিতে হবে। ডিজিটাল বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাই কে এক সাথে কাজ করতে হবে।

সংগঠনের সহসভাপতি ফারুক আজম এরশাদ বলেন ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। উঠতি গ্র্যাজুয়েটদের জন্য ট্রেনিং, ওয়েবনার ওয়ার্কশপসহ আয়োজন করা এবংকিভাবে তাদের জীবনের পরবর্তী ধাপের সাথে খাপ খাইয়ে নেবেন, ক্যারিয়ার কাউন্সেলিং ইত্যাদি বিষয়ে উভয় সংস্থার অনেক কাজ করার সুযোগ রয়েছে।

জেনারেল সেক্রেটারি এস এম সাজ্জাদ হোসেন বলেন বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা বাংলাদেশের সর্বস্তরের আইটি প্রফেশনাল দের একসাথে কাজ করার লক্ষ্যে  বিসিএস এবং বিআইটিপিএফসি একসাথে হয়েছিলাম, এর মাধ্যমে দুই পক্ষ একমত হয়েছি যে সামনে স্মার্ট বাংলাদেশ তৈরিতে আমরা একসাথে কাজ করে যাব।

শুভেচ্ছা অনুষ্ঠানে বাংলাদেশ আইটি প্রফেশনালস ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাউন্ডার প্রেসিডেন্ট:  সালেহ মোবিন, ভাইস প্রেসিডেন্ট:  ফারুক আজম এরশাদ, মহাসচিব:  এস,এম, সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন, এডভাইজার:  শাহজেব ইবনে হোসেন , সেক্রেটারি পাবলিক রিলেসন:  রাজিব হাসান, সেক্রেটারি মেম্বারশিপ ডেভেলপমেন্ট:  সাব্বির আহমেদ।

শুভেচ্ছা অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি থেকে উপস্থিত ছিলেন সভাপতি: অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন, সহ-সভাপতি (এডমিন): সহযোগী অধ্যাপক রেজাউল করিম, সহ-সভাপতি (ফিন্যান্স): অধ্যাপক মো: আব্দুল বাছেত, সহ-সভাপতি (একাডেমিক): জয়নাল আবেদীন; মহাসচিব: এলিন ববি, যুগ্ম-সচিব (এডমিন): শরিফুল আনোয়ার, যুগ্ম-সচিব (ফিন্যান্স): মোঃ জারাফাত ইসলাম, যুগ্ম-সচিব (একাডেমিক): প্রকৌশলী  মোঃ নাজমুল হুদা মাসুদ, কোষাধ্যক্ষ: মোঃ শাহরিয়ার হোসেন খান ফরহাদ এবং কাউন্সিলর এস,এম, সাজ্জাদ হোসেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন