চাকরির পোর্টাল স্কিল জবস ক্যারিয়ার মেনটরিং প্রোগ্রাম চলছে

টেকভিশন২৪ ডেস্ক: চাকরিপ্রত্যাশীদের জন্য ক্যারিয়ার মেনটরিং প্রোগ্রাম ফর এমপ্লয়মেন্ট (Career Mentoring Program for Employment) নামে একটি অনলাইন ক্যারিয়ার বুটক্যাম্প সিরিজ চালু করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় চাকরির পোর্টাল স্কিল ডট জবস (Skill.Jobs)।

১২ ও ১৩ এপ্রিল ২০২১ থেকে চলছে এই সিরিজের প্রথম পর্ব। দুই দিনের এই প্রোগ্রামে থাকছে তিনটি অনলাইন সেশন, সিভি রাইটিং, এমপ্লয়াবিলিটি টেস্ট, চাকরি ও ইন্টার্নশিপের সুযোগসহ ক্যারিয়ার উন্নয়নের প্রয়োজনীয় সকল সমাধান। সেশনগুলো পরিচালনা করবেন দেশের খ্যাতিমান ক্যারিয়ার বিশেষজ্ঞ ও ড্যাফোলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ।

কোনো ফি ছাড়াই শুধু অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে সেশনে অংশগ্রহণ করা যাবে।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/H6AyH5Sf2X8rmyNx7

যারা পড়াশনা শেষ করে চাকরি খুজছেন কিংবা এখনও পড়াশোনা শেষ করেননি তাদের জন্য এই করোনা কালিন দুর্যোগে অনলাইন ক্যারিয়ার বুটক্যাম্প সিরিজ একটা সুবর্ণ সুযোগ।

এই প্রোগ্রামে স্কিল জবসের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টার।

দুই দিনের এই প্রোগ্রামে অংশকারী প্রত্যেককে অনলাইন সার্টিফিকেট প্রদান করবে স্কিল জবস মাত্র ২০০ টাকা ফি সাপেক্ষে।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন